বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন শ্রীসন্থ
Last Updated:
বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অনেক আগেই ক্রিকেট থেকে নির্বাসিত শান্তাকুমারন শ্রীসন্থ ৷ ক্রিকেটে ফেরার আশা অবশ্য এখনই ছাড়েননি তিনি ৷ কিন্তু তার আগে রাজনীতিতে এখন হাতেখড়ি হতে চলেছে কেরলের এই পেসারের ৷
#কোচি: বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অনেক আগেই ক্রিকেট থেকে নির্বাসিত শান্তাকুমারন শ্রীসন্থ ৷ ক্রিকেটে ফেরার আশা অবশ্য এখনই ছাড়েননি তিনি ৷ কিন্তু তার আগে রাজনীতিতে এখন হাতেখড়ি হতে চলেছে কেরলের এই পেসারের ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়াচ্ছেন তিনি ৷ যদিও এব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি শ্রীসন্থ ৷ বুধবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি ৷ পরিবারের সঙ্গে কথা বলেই নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, তা জানাবেন ভারতীয় দলের এই প্রাক্তন পেসার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2016 1:49 PM IST