BJP CM : দফায় দফায় নেওয়া হচ্ছে ব্যর্থতার খতিয়ান! বিজেপি শাসিত ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর শিয়রে সমন...

Last Updated:

BJP CM : কর্ণাটক ত্রিপুরা এবং হরিয়ানা, এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে (BJP CM) সম্প্রতি আলাদা আলাদা সময়ে দিল্লিতে ডেকে পাঠিয়ে পৃথকভাবে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা (J P Nadda)।

#নয়াদিল্লি : শিরে সংক্রান্তির হাল দেশের তিন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের (BJP Chief Ministers)। কর্ণাটক ত্রিপুরা এবং হরিয়ানা, এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে (BJP CM) সম্প্রতি আলাদা আলাদা সময়ে দিল্লিতে ডেকে পাঠিয়ে পৃথকভাবে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা (J P Nadda)। এরপরেই তাঁদের প্রশাসনিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজধানীর রাজনীতিতে। বিজেপি শীর্ষ নেতৃত্ব কী কোনও বড় সিদ্ধান্ত নিতে চলেছে এই তিন মুখ্যমন্ত্রীর পদ নিয়ে? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে  দিল্লির অলিন্দে।
সূত্রের খবর ইয়েদুরাপ্পা (B S Yedurappa) কাজকর্মে বেজায় চটেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও উঠেছে। অন্যদিকে দলের কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) কার্যত 'ব্যর্থ মুখ্যমন্ত্রী' হিসেবেই প্রমাণিত হয়েছেন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে, প্রশাসনিক ব্যর্থতা। সাঁড়াশি চাপে বিপ্লব। আবার দিল্লি পার্শ্ববর্তী হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের(Manohar Lal Khattar)  বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রধান অভিযোগ কৃষক আন্দোলন সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। শুধু কৃষক আন্দোলন সামাল দেওয়ার ব্যর্থতাই নয় বরং উল্টো পথে হেঁটে বিজেপি'র অস্বস্তি তিনি আরও বাড়িয়েছেন বলে মনে করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই ২০২৪-এর আগে এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী-পদে নতুন মুখ দেখা যেতে পারে।
advertisement
রাজধানী দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে তেমনি শোনা যাচ্ছে। দুদিন আগে নিজের আপ্ত সহায়ককে নিয়ে দিল্লি এসেছিলেন বিপ্লব দেব। দেখা করেছেন জে পি নাড্ডার সঙ্গে। কেন বৈঠক কী আলোচনা সেসব কোনও পক্ষই জানাননি। সূত্রের খবর, ইয়েদুরাপ্পাকে সরে যাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে। মনোহরলাল সময় চেয়ে নিয়েছেন। এদিকে, চাটার্ড ফ্লাইটে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা দিল্লি উড়ে যাওয়ার ঘটনায় তাঁর ইস্তফা ঘিরে ছড়ানোর জল্পনায় শনিবার সকালে নিজেই রীতিমতো জল ঢেলে দিয়েছেন তিনি। বলেছেন, এসব খবরের কোনও ভিত্তি নেই। যদিও তাতে তাঁর আচমকা দিল্লি সফর নিয়ে জল্পনার অবসান হচ্ছে না।
advertisement
advertisement
উল্লেখ্য, শুক্রবার চাটার্ড ফ্লাইটে বেঙ্গালুরু থেকে দিল্লি উড়ে এসেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। দিল্লিতে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। এরপরই জল্পনা ছড়ায়, কর্নাটকের মুখ্যমন্ত্রী কি ইস্তফা দিতে চলেছেন? কারণ, বেশ কিছুদিন ধরেই কর্নাটকের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। বিজেপির একাধিক বিধায়ক ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী স্বজনপোষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
advertisement
যদিও তাঁর ইস্তফা ঘিরে ছড়ানো জল্পনায় শনিবার সকালে রীতিমতো জল ঢেলে দিয়েছেন ইয়েদুরাপ্পা। বলেছেন, এসব গুজব। ইয়েদুরাপ্পা এখন দিল্লিতে রয়েছেন। এদিন সকালে কর্ণাটক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর ইস্তফা নিয়ে জল্পনার প্রশ্নে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, এসব খবরের কোনও ভিত্তি নেই। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, পরিস্থিতি বেগতিক দেখে নিজের গদি বাঁচাতে জল মাপতে দিল্লি এসেছেন ইয়েদুরাপ্পা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP CM : দফায় দফায় নেওয়া হচ্ছে ব্যর্থতার খতিয়ান! বিজেপি শাসিত ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর শিয়রে সমন...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement