ওয়ানাড লোকসভা কেন্দ্রে রাহুলের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বিজেপির
Last Updated:
#নয়াদিল্লি: ওয়ানাডে রাহুল গান্ধির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি ৷ সোমবার ট্যুইট করে প্রার্থী ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
আসন্ন নির্বাচনে ওয়ানাড লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধির বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তুষার ভেল্লাপ্পল্লিকে ৷ ভারত ধর্ম জনসেনার প্রেসিডেন্ট তিনি ৷ অমিত শাহ ট্যুইটে জানান, ভেল্লাপ্পল্লি একজন প্রবল সম্ভবাপন্ন যুব নেতা ৷ ভেল্লাপ্পল্লির হাত ধরেই কেরলে রাজনীতির মঞ্চে ঘুরে দাঁড়াবে এনডিএ ৷ সেই বিষয়টি নিয়ে আশাবাদী গেরুয়া শিবির ৷
advertisement
advertisement
ওয়ানাড ঘিরে কংগ্রেস-বিজেপি বাগযুদ্ধ চরমে। বিজেপি খোঁচা দিয়ে বলছে, উত্তরপ্রদেশের অমেঠিতে বিপদ বুঝে কেরলের ওয়ানাডে গিয়ে ভোটে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধি। কিন্তু, সেই ওয়ানাডে বিজেপি নিজে কোনও প্রার্থীই দিল না। এনএডএ’র শরিক বলে দাঁড় করানো হল, হিন্দুত্ববাদী ‘ভারত ধর্ম জন সেনা’র প্রধান তুষার ভেল্লাপল্লিকে। সোমবার টুইটারে এই ঘোষণা করেন অমিত শাহ।
advertisement
অন্যদিকে, ২০০৯ সাল থেকে এই আসনে শুরু হয় লোকসভা নির্বাচনী লড়াই ৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি এই কেন্দ্রটি ৷ ২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেস নেতা এম. আই. শানাওয়াজ এই আসন থেকে বিরোধীদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন ৷ কিন্তু ২০১৮ সালে মৃত্যু হয় শানাওয়াজের ৷ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ছাড়াও এই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2019 3:17 PM IST