জোট ভয় পেয়েই রাজ্যে রাজ্যে জোট করছে বিজেপি: মায়াবতী

Last Updated:

মহারাষ্ট্রের মোট ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৫টিতে লড়বে বিজেপি ৷ শিবসেনা লড়বে ২৩টি আসনে ৷ দু’দলের সম্মতিতেই চূড়ান্ত হয়েছে আসন-রফা৷

#লখনৌ: বিহার, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে জোট গড়ে লোকসভা নির্বাচন লড়ছে বিজেপি৷ তামিলনাড়ুতে শাসকদল AIADMK ও মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট ঘোষণা করে দিয়েছে দল৷ বিজেপি-র এই জোট রাজনীতিকে ট্যুইটারে তীব্র কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশের সমাজবদী পার্টির সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ছে বসপা৷ মায়াবতীর ট্যুইট, 'আসলে উত্তরপ্রদেশে সপা-বসপার জোটে ভয় পাচ্ছে বিজেপি৷ তাই দেশের বিভিন্ন রাজ্যে দ্বারে দ্বারে ঘুরে জোট করছে বিজেপি৷ যতই চেষ্টা করুক, গরিব, মজুর, কৃষকের ক্ষোভ ও নানা জনবিরোধী নীতি নিয়েছে বিজেপি৷ শাসকদলের অহংকারের খেসারত দিচ্ছে দেশের সাধারণ মানুষ৷ ১৩০ কোটি জনতা ক্ষমা করবে না৷ জনতা এই দলের অহংকার শেষ করবে ও সরকার বিদায় নেবে৷'
advertisement
advertisement
মহারাষ্ট্রের মোট ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২৫টিতে লড়বে বিজেপি ৷ শিবসেনা লড়বে ২৩টি আসনে ৷ দু’দলের সম্মতিতেই চূড়ান্ত হয়েছে আসন-রফা৷ লোকসভা নির্বাচনে পুদুচেরি এবং তামিলনাড়ুর ৪০টি আসনের মধ্যে ৫টি আসনে লড়বে বিজেপি। বাকি আসনে লড়বে এআইএডিএমকে এবং তাদের জোটসঙ্গী পিএমকে। স্থানীয় দল পিএমকের সঙ্গে মঙ্গলবার সকালেই জোট ঘোষণা করেছিল এআইএডিএমকে। আগামী লোকসভায় পিএমকে লড়বে ৭টি আসনে। বাকি আসনগুলিতে লড়তে পারে এআইএডিএমকে।
advertisement
বিরোধী জোটকে বারবারই কটাক্ষ করেছে বিজেপি৷ এ বার নরেন্দ্র মোদির দল নানা রাজ্যে জোট গড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জোট ভয় পেয়েই রাজ্যে রাজ্যে জোট করছে বিজেপি: মায়াবতী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement