Rafale Verdict: কংগ্রেসের মিথ্যাচার প্রকাশ্যে আনতে ৭০টি শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে বিজেপি

Last Updated:
#নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে রাফাল প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে প্রচার চালিয়েছিল কংগ্রেস । সুপ্রিম রায়ের পর সেই রাফালকেই হাতিয়ার করে এবার কংগ্রেসের বিরুদ্ধে কর্মসূচির আয়োজন করতে চলেছে বিজেপি ।
দেশের ৭০টি শহরে কংগ্রেসের মুখোশ খুলে দেবে বিজেপির শীর্ষ নেতারা, এমনই প্রস্তাব এনেছে কেন্দ্রীয় শাসক দল । সম্প্রতি রাফাল মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় আর্থিক দুর্নীতির কোনও প্রমাণ নেই । রাফাল সংক্রান্ত যাবতীয় মামলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, অরুন জেটলি প্রমুখ। কেন্দ্রবিরোধী ষড়যন্ত্র করেছিল কংগ্রেস ও এই সত্যকেই সকলের সামনে তুলে ধরবে বিজেপির নেতৃত্ব, জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য অনিল বালুনি।
advertisement
সূত্রের খবর অনুযায়ী সোমবারেই নিজেদের রাজ্যে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করবেন যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়নবিশ, বিজয় রুপানি ও সর্বানন্দ সোনোওয়াল। এছাড়াও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন নির্মলা সীতারমন,রবি শঙ্কর প্রসাদ, প্রকাশ জাভাড়েকর, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, সুরেশ প্রভু ও শিবরাজ সিং চৌহান। সুপ্রিম রায়ের পর রাহুল গান্ধিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন অমিত শাহ । যদিও, নিজের অভিযোগে অনড় থেকেছেন রাহুল।
advertisement
advertisement
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন রাফাল সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করতে পারে না ও এর জন্য যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবিও জানিয়েছে কংগ্রেস ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rafale Verdict: কংগ্রেসের মিথ্যাচার প্রকাশ্যে আনতে ৭০টি শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে বিজেপি
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement