#আগরতলা: হোটেলে থাকতে দেওয়া যাবে না তৃণমূল বিধায়কদের৷ তার জন্য হোটেল মালিক এবং তাঁর স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুরভোটের আগে ফের উত্তপ্ত ত্রিপুরা৷
ত্রিপুরায় পুরভোটের প্রচারের দায়িত্ব দিয়ে রাজ্যের বেশ কয়েকজন বিধায়ককে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তেলিয়ামুড়ায় নির্বাচনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং মন্তেশ্বরের বিধায়ক খোকন দাসকে৷ তাঁরা তেলিমুড়িয়ার একটি হোটেলে উঠেছিলেন৷
আরও পড়ুন: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের
তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার অভিযোগ, এ দিন হোটেল থেকেই দলের প্রচারে বেরিয়েছিলেন তাঁরা৷ সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী বাইক নিয়ে ওই হোটেলে চড়াও হয়ে তাঁদের খোঁজ করতে শুরু করে৷ অভিজিৎ সিনহার অভিযোগ, তাঁদের উপরে হামলা চালাতেই হোটেলে হাজির হয়েছিল বিজেপি-র বাইক বাহিনী৷ তাঁদের না পেয়ে হোটেলের মালিক এবং তাঁর স্ত্রীকে ওই বিজেপি কর্মীরা হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ৷ এর পরেই হোটেলে ফেরার পর হোটেল মালিক তাঁদের ঘর দিতে অস্বীকার করেন বলে জানিয়েছেন অভিজিৎ বাবু৷
বিষয়টি জানার পরই তৃণমূলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়৷ ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়া থানার সামনে ধর্নায় বসেন তৃণমূল কর্মী, সমর্থকরা৷ অভিজিৎ সিনহার দাবি, যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না ততক্ষণ বিক্ষোভ চলবে৷
অভিযোগ পেয়ে ওই হোটেলে আসেন এসডিপিও এবং তেলিমুড়া থানার ওসি৷ তাঁদেরকে সিসিটিভি-র ফুটেজও দেখানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷ পুলিশের তরফে অবশ্য হোটেল মালিককে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়৷ তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, 'গণতান্ত্রিক দেশে আমরা যেখানে খুশি গিয়ে প্রচার করতে পারি৷ প্রয়োজন হলে রাস্তায় থাকব, কিন্তু তেলিয়ামুড়া ছেড়ে যাবো না৷'
যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷ তাঁর কটাক্ষ, 'তৃণমূলের হোটেলও কি আমাদের ঠিক করে দিতে হবে? এরা নানা রকম গাল গপ্প ফাঁদছে৷ '
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।