অনলাইনে কুড়ুল এবং ক*ন্ডো*ম অর্ডার দিলেন নববিবাহিতা বধূ! প্রেমিকের সঙ্গে নোংরা কাজ করার প্ল্যান! কেচ্ছা সামনে আসতেই প্রাণ বাঁচল স্বামীর!

Last Updated:
বিয়ের কিছুদিন পরেই অনলাইনে কুড়ুল ও কন্ডোম অর্ডার করছেন নববধূ। এই অর্ডার দেখেই সন্দেহ হয় স্বামীর। তা জানতেই খতিয়ে দেখতে শুরু করেন স্বামী। শেষমেশ নববধূর কেচ্ছা ফাঁস হতেই শিউরে উঠলেন স্বামী। কোনও মতে প্রাণ বাঁচল তাঁর।
1/5
 বিয়ের পরেই অনলাইনে কুড়ুল ও কন্ডোম অর্ডার করছেন নববধূ। এই অর্ডার দেখেই সন্দেহ হয় স্বামীর। তা জানতেই খতিয়ে দেখতে শুরু করেন স্বামী। শেষমেশ নববধূর কেচ্ছা ফাঁস হতেই শিউরে উঠলেন স্বামী। কোনও মতে প্রাণ বাঁচল তাঁর।
বিয়ের পরেই অনলাইনে কুড়ুল ও কন্ডোম অর্ডার করছেন নববধূ। এই অর্ডার দেখেই সন্দেহ হয় স্বামীর। তা জানতেই খতিয়ে দেখতে শুরু করেন স্বামী। শেষমেশ নববধূর কেচ্ছা ফাঁস হতেই শিউরে উঠলেন স্বামী। কোনও মতে প্রাণ বাঁচল তাঁর।
advertisement
2/5
বর যখন কনের গলায় মালা পরাতে শুরু করল, তখনই কনের চোখ পড়ল তাঁর হাতের দিকে। কনে দেখলেন, বরের হাত কাঁপছিল। কনে সঙ্গে সঙ্গে বেঁকে বসল, বলল, 'দাঁড়াও, তোমার হাত কাঁপছে কেন?' Representative Image
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি উত্তরাখণ্ডের। পুলিশ সূত্রে জানা গেছে, শুভম নামের এক যুবক আচমকাই তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীর আচরণে সন্দেহ করেন। অনলাইনে স্ত্রী যা কেনাকাটা করেন, তাতেই সন্দেহ আরও তীব্র হয়। সম্প্রতি, ওই নববধূ অনলাইনে কুড়ুল ও কন্ডোম অর্ডার করেছিলেন। এরপরই এক গোয়েন্দা ভাড়া করেন তিনি। ওই গোয়েন্দাকে স্ত্রীর উপর নজর রাখতে বলেন তিনি।
advertisement
3/5
সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা ছারপোকা। এরা খুব ছোট, ডানাবিহীন পোকা যা গাঢ় হলুদ, লাল বা বাদামি রঙের হয়। এদের দেহ চ্যাপ্টা এবং ডিম্বাকৃতি। এই পোকামাকড় মানুষ এবং প্রাণীর রক্ত ​​খায় এবং বিশেষ করে রাতে সক্রিয় থাকে। এরা বেশিরভাগই মাথা, বাহু এবং পায়ের মতো উন্মুক্ত স্থানে কামড়ায়। এদের কামড়ের ফলে লাল ফুসকুড়ি দেখা দেয় যা চুলকানি এবং জ্বালাপোড়া ডেকে আনে, তা দীর্ঘ সময় ধরে চলতে পারে। (Image AI)
কিছুদিন পরেই শুভমের স্ত্রীর পিছু নিয়ে ওই গোয়েন্দা তপোবন নামের এক হোটেলে পৌঁছন। সেখানে পৌঁছেই নববধূর কেচ্ছা জানতে পারেন তিনি। জানা যায়, বিয়ের পর ওই হোটেলে গিয়ে এক যুবকের সঙ্গে চুপিচুপি দেখা করেন নববধূ। বিষয়টি নিয়ে ঝামেলা হতেই নববধূ স্বীকার করেন, তিনি আর শুভমের সঙ্গে থাকতে চান না। নতুন প্রেমিকের সঙ্গেই থাকতে চান।
advertisement
4/5
 বিষয়টি ঘিরে হোটেলের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়। অনেকেরই সন্দেহ হয়, হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে নববধূ উদ্দাম যৌনতায় মেতে উঠতেই কন্ডোম অর্ডার করেছিলেন।
বিষয়টি ঘিরে হোটেলের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়। অনেকেরই সন্দেহ হয়, হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে নববধূ উদ্দাম যৌনতায় মেতে উঠতেই কন্ডোম অর্ডার করেছিলেন।
advertisement
5/5
প্রতীকী ছবি
পাশাপাশি স্বামীকেও খুনের পরিকল্পনা ছিল। সেই কারণেই কুড়ুল অর্ডার করেন। কিন্তু, শেষমেশ শুভমের প্রাণ বেঁচে যাওয়ায়, খানিকটা স্বস্তিতে তাঁরা।
advertisement
advertisement
advertisement