Manipur: রাজ্যে চলা অশান্তির জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মণিপুরে চলতে থাকা অস্থিরতার জন্য মণিপুরবাসীর কাছে ক্ষমা চাইলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।
নয়াদিল্লি: মণিপুরে চলতে থাকা অস্থিরতার জন্য মণিপুরবাসীর কাছে ক্ষমা চাইলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। গত ২০ মাস ধরে টানা হিংসার প্রেক্ষিতেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী বীরেন। গতকাল, বছরের শেষ দিনে মণিপুরে চলতে থাকা টানা হিংসার প্রেক্ষিতেই এমন কথা বলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি মণিপুরবাসীর কাছে ক্ষমা চাইছি, গত ২০২৩ সালের মে মাসের ৩ তারিখ থেকে মণিপুরে যে অস্থিরতা চলছে তার ফলে বহু মানুষের বাড়ি ধ্বংস হয়েছে। বহু মানুষ নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের ভিত্তিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এমন বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 8:25 PM IST