Bird Helps To Hoist National Flag: পাখি এসে খুলে দিল আটকে থাকা তেরঙ্গা! পুষ্পবৃষ্টি, ভাইরাল ভিডিও স্বাধীনতা দিবসের
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
পতাকা খুলছিল না। পাখি এসে দড়ি খুলতেই উড়ল তেরঙ্গা, পুষ্পবৃষ্টি নীচে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের উপর। সেই দৃশ্য দেখে ধন্য ধন্য করছে নেটদুনিয়া। ঠিক যেন গল্প!
কেরল: পতাকা খুলছিল না। পাখি এসে দড়ি খুলতেই উড়ল তেরঙ্গা, পুষ্পবৃষ্টি নীচে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের উপর। সেই দৃশ্য দেখে ধন্য ধন্য করছে নেটদুনিয়া। ঠিক যেন গল্প!
৭৮তম স্বাধীনতা দিবসে কেরালার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি পাখি জাতীয় পতাকা উত্তোলন করতে সাহায্য করছে। ফুটেজে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা পতাকা উত্তোলন করছেন এবং জাতীয় সঙ্গীত গাইছেন।
Kerala – National Flag got stuck at the top while hoisting. A bird came from nowhere and unfurled it!! ✨ pic.twitter.com/lRFR2TeShK
— Shilpa (@shilpa_cn) August 16, 2024
advertisement
advertisement
পতাকা উত্তোলনের সময় প্রাথমিকভাবে, মনে হয়েছিল যে পতাকাটি উপরে উঠে আটকে গিয়েছে। কিন্তু তখনই উড়ে এল একটি পাখি। পতাকা উত্তোলনের জন্য অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন তখন। সেই মুহূর্তে পাখিটির কীর্তি নেটদুনিয়াকে আন্দোলিত করেছে। কারণ অনেক দর্শক বিশ্বাস করেছিলেন যে এটি ঐশ্বরিক হস্তক্ষেপের একটি চিহ্ন।
advertisement
তবে একটি ফলোআপ ভিডিও অবশ্য অন্য ঘটনা সামনে আনছে। পাখিটি পিছনের গাছে ছিল। সেখান থেকেই উড়ে আসছিল। পতাকায় সে কিছুই করেনি। পাখিটি এসে গাছের ডালে বসে। ক্যামেরার কৌশলে দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে মাত্র। ভিডিওটি খুঁটিয়ে দেখে এমনই মন্তব্য কয়েকজনের। যদিও ভিডিওটি প্রথমবার দেখে চমকাতেই হয়, তা নিয়ে সন্দেহ নেই কারও। আপাতত নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও মুগ্ধ হয়ে দেখছে দেশবাসী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 18, 2024 1:29 PM IST