Bird Flu Kerala: ১,৮০০ মুরগির মৃত্যু, অসুস্থ একাধিক! বার্ড ফ্লু-র প্রবল আতঙ্ক

Last Updated:

Bird Flu Kerala: এখনও পর্যন্ত ১,৮০০টি মুরগির এই রোগে মৃত্যুও হয়েছে।

#কোঝিকোড়: বার্ড ফ্লু-র প্রবল আতঙ্ক কেরল জুড়ে। কেরলে কোঝিকোড়ে সরকার পরিচালিত মুরগি খামারগুলিই বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে বলে খবর। এখনও পর্যন্ত ১,৮০০টি মুরগির মৃত্যুর খবর মিলেছে। H5N1 ভ্যারিয়েন্টের জেরে বার্ড ফ্লু আরও বেশি সংক্রামক হয়েছে বলে জানা গিয়েছে।
বিষয়টি সামনে আসতেই কেরল সরকারের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় গাইডলাইন অনুযায়ী সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্থানীয় ফার্ম মালিকদের দাবি, সরকারি পরিচালিত মুরগি খামারগুলি থেকেই প্রথমে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে। সেই সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে।
যেই খামারটি থেকে মূল সংক্রমণ ছড়িয়েছে সেখানে কমপক্ষে ৫ হাজার মুরগি রয়েছে। এখনও পর্যন্ত ১,৮০০টি মুরগির এই রোগে মৃত্যুও হয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কিছু জায়গায় অনেকে রোগে আক্রান্ত হয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁরাও সংক্রমিত হয়েছেন। বিভিন্ন লক্ষণও ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে।
advertisement
advertisement
এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনই উদ্বেগের কারণ নেই। যাঁদের লক্ষণগুলি সামনে আসছে, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারোর কোনও সমস্যা হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটি জেলাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bird Flu Kerala: ১,৮০০ মুরগির মৃত্যু, অসুস্থ একাধিক! বার্ড ফ্লু-র প্রবল আতঙ্ক
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement