আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ
Last Updated:
মাণিক ছেড়ে মোদির হিরেকেই বেছে নিয়েছেন ত্রিপুরার জনগণ ৷ লালদূর্গে ফাটল ধরিয়ে পদ্ম ফুটেছে ত্রিপুরায় ৷
#আগড়তলা: মাণিক ছেড়ে মোদির হিরেকেই বেছে নিয়েছেন ত্রিপুরার জনগণ ৷ লালদূর্গে ফাটল ধরিয়ে পদ্ম ফুটেছে ত্রিপুরায় ৷ রাজ্যে নিরঙ্কুশ ভাবে সরকার গড়ছে বিজেপি ৷
রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ ৷ পাশাপাশি থাকবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, বিজেপি নেতা রাম মাধব, ভূপেন্দ্র যাদব, অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । ১২টার অসম রাইফেলস ময়দানে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
গণনার ফল অনুযায়ী ৫৯টি আসনের মধ্যে ৪০টিরও বেশি আসন দখল করতে সফল বিজেপি ৷
advertisement
advertisement
ত্রিপুরায় জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যেই ক্ষমতা দখল করেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছিল তারা। এবার নতুন সংযোজন ত্রিপুরা এবং মেঘালয় ৷
জিষ্ণু দেববর্মা অবশ্য এখনও বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তবে উপমুখ্যমন্ত্রী পদে তাঁর নাম আজ, মঙ্গলবারই ঘোষণা করে দেওয়া হয়েছে। পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিতিন গড়কড়ী ও জুয়েল ওঁরাও। জোট সঙ্গী আইপিএফটি-র সঙ্গেও আজ বৈঠক হয় বিজেপির। বৈঠকে স্থির হয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2018 9:28 AM IST