এবার সিনেমায় আসতে চলেছেন লালু প্রসাদ যাদব, সঙ্গে রাবড়ি দেবী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবার সেই বায়োপিকের ভিড়ে সামিল লালু প্রসাদও৷
#মুম্বই: লালু প্রসাদকে এবার দেখা যাবে বড় পর্দায়৷ সঙ্গে রাবড়ি দেবীও৷ দু’জনেই এবার আসছেন সিলভার স্ক্রিনে! তাদের ছেলে তেজপ্রতাপ যাদবকে মাঝেমধ্যে দেখা যায় কৃষ্ণ বা শিব অবতারে সাজতে৷ তাহলে সেই থেকেই অনুপ্ররণা পেলেন লালু ও তাঁর পত্নী? না ঠিক তেমন নয়৷ আসলে লালু ও তাঁর স্ত্রীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক৷
যে কোনও ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানোর চল রয়েছে বলিউডে৷ হাল আমলে বেশ কয়েকজন বিশিষ্টদের নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ এবার সেই বায়োপিকের ভিড়ে সামিল লালু প্রসাদও৷ লালুর দল রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক অনুযায়ী ছবির নাম লালটন৷ লণ্ঠন প্রতীকে ভোটে লড়তেন লালু৷ স্থানীয়ভাবে লণ্ঠনকে লালটন বলা হত৷ সেই থেকেই ছবির নামকরণ৷
advertisement
advertisement
লালু প্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভোজপুরি অভিনেতা যশ কুমারকে৷ অন্যদিকে রাবড়ি দেবীর চরিত্রে দেখা যাবে স্মৃতি সিনহাকে৷ পরের বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবি৷ মূলত লালুর প্রসাদের রাজনৈতিক জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে৷ কীভাবে বিহারের এক সাধারণ ছেলে দেশের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করে, তা দেখানো হবে ছবিতে৷ বিহার ও গুজরাতের বেশ কিছু জায়গায় চলেছে লালটন ছবির শ্যুটিং৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2019 4:41 PM IST