Bike Accident: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে প্রবল গতিতে ধাক্কা বাইকের! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bike Accident: উত্তর প্রদেশে শেষ কয়েকদিনে বেশ অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক দুর্ঘটনা। দ্রুত গতির বাইক সজোড়ে গিয়ে গাছে ধাক্কা মারে। এতে মৃত্যু হয়েছে দুজনের৷
বারাবাঁকি: উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে পুলিশ সোমবার তথ্য প্রকাশ করেছে।
রামনগর থানার ইনচার্জ অজয় কুমার ত্রিপাঠী জানিয়েছেন যে কুন্দন (২৪) ও কালিরাম (২৩) নামে দুই যুবক সিহালি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর মোটরসাইকেলে করে ফিরছিলেন। দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দু’জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা সোমবার সকালে তাঁদের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও রাতের অন্ধকারে দৃশ্যমানতার অভাবের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যদেরও ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
advertisement
এই দুর্ঘটনা বারাবাঁকি জেলায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে এবং পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 6:58 PM IST