English Mem-Desi Babu Love Story: 'বিলাইতি মেম' মন কেড়েছেন 'দেশি' বাবু! পাত্রী বিয়ের জন্য সাত সমুদ্র পেরিয়ে ছাপড়ায় পৌঁছলেন,তারপর...

Last Updated:

বর-কনে উভয়েই তাঁদের পুরো পরিবারসহ বিহারের ছাপড়ায় বরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছেন, যেখানে তাঁদের হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হবে।

News18
News18
পটনা: ছাপড়ার মাঞ্জি ব্লকে বিয়ে করতে সাত সমুদ্র পার থেকে এসেছেন এক বিদেশি মেয়ে। এই খবর পাওয়া মাত্রই নগেন্দ্র সিংয়ের বাড়িতে ভিড় জমতে শুরু করেছে। মাঞ্জি ব্লকের চান্দুপুরের বাসিন্দা নগেন্দ্র সিং-এর ছেলে আনন্দ কুমার সিং আমেরিকায় হোটেল ম্যানেজমেন্টের কাজ করছিলেন, যেখানে আনন্দ কুমার সিং প্রথমবার স্যাফায়ার সেঙ্গারের সঙ্গে দেখা করেন, এখান থেকেই তাঁদের প্রেমের শুরু হয়। একে অপরকে বুঝতে প্রায় ৩ বছর লেগেছে। দু’জনেই যখন একে অপরকে সঠিক ভাবে জানতে পেরেছিলেন, তখন তাঁরা বিয়ে করতে রাজি হন।
এখন বর-কনে উভয়েই তাঁদের পুরো পরিবারসহ বিহারের ছাপড়ায় বরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছেন, যেখানে তাঁদের হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হবে। কনে স্যাফায়ার সেঙ্গার বোন, ভাই এবং বন্ধুর সঙ্গে বিয়ের জন্য এসেছেন বিহারে। বরের পক্ষ থেকে কিছু আমেরিকান বন্ধুও এসেছেন। গ্রামের মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হবে দু’জনের।
advertisement
advertisement
ভারতীয় ছেলের বউ হবেন আমেরিকান মেয়ে -ভারতীয় যুবকের বধূ হয়ে আমেরিকার স্যাফায়ার সেঙ্গারকে বেশ খুশি দেখাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক ডজন আমেরিকান এসেছেন চাঁদপুর গ্রামে। ভারতীয় বরের সঙ্গে আমেরিকান কনের আকর্ষণীয় বিয়ের অনুষ্ঠানে বিয়ের অতিথি হিসেবে যোগ দেবেন অনেক বিশিষ্ট ব্যক্তি।
লোকাল 18-এর কাছে বর আনন্দ কুমার সিং জানান যে, “হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষ করে প্রথমে আমি জার্মানিতে কাজে যোগদান করি, তারপর দ্বিতীয়বার আমেরিকায় কাজে যোগদান করি। যেখানে প্রথমবার স্যাফায়ার সেঙ্গারের সঙ্গে দেখা হয় এবং এখান থেকেই প্রেমের সূত্রপাত হয়। এখানে স্যাফায়ার সেঙ্গার একজন ম্যানেজার হিসেবে কাজ করছিলেন, যার কারণে সবসময় কথা বলার সুযোগ ছিল। এই কারণেই আমি স্যাফায়ার সাঙ্গারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাই”।
advertisement
১ বছর একসঙ্গে কাজ করার পর তাঁদের নিজস্ব রেস্তোরাঁ ওপেন করেন -তিনি বলেন, “আমরা দুজনে এক বছর একসঙ্গে কাজ করেছি। এর পর আমরা আমাদের নিজেদের রেস্তোরাঁ ওপেন করলাম। স্যাফায়ার সেঙ্গার আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতেন, তাই আমি পুরোপুরি বুঝতে পেরেছিলাম। কিন্তু, যখন আমাকে তার সঙ্গে কথা বলতে হয়েছিল, তখন আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কিছু দিনের মধ্যে, আমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে শুরু করি। স্যাফায়ার সেঙ্গার হিন্দি বলার উপর একটি ৬ মাসের কোর্স করছে, যার মধ্যে ২ মাস ইতিমধ্যেই শেষ হয়েছে। সে অনেক কিছু বুঝতে পারছে এবং ইশারায় কথাও বলছে”।
advertisement
আমেরিকান মেম ভারতীয় জীবনধারা পছন্দ করেন -আনন্দ কুমার সিং জানান যে, স্যাফায়ার সেঙ্গার ভারতীয় সংস্কৃতি এবং জীবনধারা খুব পছন্দ করেন। এই কারণেই তিনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। স্যাফায়ার সেঙ্গারের পরিবারের সদস্যরা এবং আমার পরিবারের সদস্যরাও এই বিয়ের জন্য প্রস্তুত। স্যাফায়ার সেঙ্গার লোকাল 18-কে বলেছেন যে, “ডিউটিতে থাকাকালীন আনন্দের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। সেই থেকে আমরা সবসময় একসঙ্গে কাজ করতাম, যার কারণে সবসময় কথাবার্তা হত, এই কারণেই প্রেম হয়েছে। আমি ভারতীয় সংস্কৃতি খুব পছন্দ করি, এখানকার খাবারও খুব ভাল। পরিবারের সম্মতিতে আমরা দুজনেই বিয়ে করছি”।
বাংলা খবর/ খবর/দেশ/
English Mem-Desi Babu Love Story: 'বিলাইতি মেম' মন কেড়েছেন 'দেশি' বাবু! পাত্রী বিয়ের জন্য সাত সমুদ্র পেরিয়ে ছাপড়ায় পৌঁছলেন,তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement