Saif Ali Khan Property: হাসপাতাল থেকে বাড়ি যেতে মাথায় আকাশ ভাঙল সইফ আলি খানের! হাতছাড়া হবে ১৫০০০,০০০০০০০০ টাকার সম্পত্তি

Last Updated:
প্রশ্নে থাকা মূল সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউস, যেখানে সাইফ আলি খান তাঁর শৈশব কাটিয়েছেন, নূর-উস-সাবাহ প্যালেস, দার-উস-সালাম, আহমেদাবাদ প্রাসাদ, কোহেফিজা সম্পত্তি এবং অন্যান্য।
1/6
২০২৫ সালটি পতৌদি পরিবারের জন্য মোটেই ভাল শুরু হয়নি। পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে আততায়ীর হানা এবং সইফের উপর ছুরির আক্রমণ চলে৷ আপাতত তিনি সুস্থ এবং হাসপাতাল থেকেও বাড়ি এসেছেন৷ এরপর খবর মিলছে যে মধ্যপ্রদেশ সরকার তার পূর্বপুরুষদের বহু মূল্যবান সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে। যার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।
২০২৫ সালটি পতৌদি পরিবারের জন্য মোটেই ভাল শুরু হয়নি। পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে আততায়ীর হানা এবং সইফের উপর ছুরির আক্রমণ চলে৷ আপাতত তিনি সুস্থ এবং হাসপাতাল থেকেও বাড়ি এসেছেন৷ এরপর খবর মিলছে যে মধ্যপ্রদেশ সরকার তার পূর্বপুরুষদের বহু মূল্যবান সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে। যার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।
advertisement
2/6
সরকার ভারতীয় সম্পত্তি ও উত্তরাধিকার আইনের অধীনে তৈরি একটি বিশেষ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াধীন রয়েছে। এই খবর পড়ার পর প্রত্যেক সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জেগেছে যে কী এই আইন, যা বজ্রপাতের মতো পতৌদি পরিবারের ওপর পড়তে চলেছে।
সরকার ভারতীয় সম্পত্তি ও উত্তরাধিকার আইনের অধীনে তৈরি একটি বিশেষ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াধীন রয়েছে। এই খবর পড়ার পর প্রত্যেক সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জেগেছে যে কী এই আইন, যা বজ্রপাতের মতো পতৌদি পরিবারের ওপর পড়তে চলেছে।
advertisement
3/6
প্রশ্নে থাকা মূল সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউস, যেখানে সাইফ আলি খান তাঁর শৈশব কাটিয়েছেন, নূর-উস-সাবাহ প্যালেস, দার-উস-সালাম, আহমেদাবাদ প্রাসাদ, কোহেফিজা সম্পত্তি এবং অন্যান্য।
প্রশ্নে থাকা মূল সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউস, যেখানে সাইফ আলি খান তাঁর শৈশব কাটিয়েছেন, নূর-উস-সাবাহ প্যালেস, দার-উস-সালাম, আহমেদাবাদ প্রাসাদ, কোহেফিজা সম্পত্তি এবং অন্যান্য।
advertisement
4/6
কী এই আইন? যারা পাকিস্তান বা চিনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন এদেশে তাঁদের সম্পত্তি দেশের জন্য সমস্যা তৈরি হতে পারে৷ ভারতে থাকলে তা বিদেশি শক্তি ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা ছিল। এরপরই সরকার এই আইন প্রণয়ন করে এবং এসব সম্পত্তি দখল করে জাতীয় স্বার্থে ব্যবহার করার নীতিমালা তৈরি করে।
কী এই আইন? যারা পাকিস্তান বা চিনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন এদেশে তাঁদের সম্পত্তি দেশের জন্য সমস্যা তৈরি হতে পারে৷ ভারতে থাকলে তা বিদেশি শক্তি ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা ছিল। এরপরই সরকার এই আইন প্রণয়ন করে এবং এসব সম্পত্তি দখল করে জাতীয় স্বার্থে ব্যবহার করার নীতিমালা তৈরি করে।
advertisement
5/6
এমন নয় যে এই আইনের মধ্যে কেবল বাড়ি, জমি প্রভৃতি অস্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে, তবে শেয়ার এবং স্বর্ণের মতো অস্থাবর সম্পত্তিও অন্তর্ভুক্ত। সরকার এখন পর্যন্ত সোনা এবং শেয়ারের মতো সম্পদ বিক্রি করে ৩৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এটা বিশ্বাস করা হয় যে দেশে প্রায় ১২৬১১ এমন সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ কোটি টাকার বেশি। ২০২০ সালে, সরকার একটি কমিটি গঠন করেছে এবং এই সম্পত্তি বিক্রির অনুশীলন শুরু করেছে। মোট শত্রু সম্পত্তির মধ্যে ১২৪৮৫টি পাকিস্তানি নাগরিকদের এবং ১২৬টি চিনা নাগরিকদের। সর্বাধিক ৬২৫৫ এই সম্পত্তি ইউপিতে রয়েছে।
এমন নয় যে এই আইনের মধ্যে কেবল বাড়ি, জমি প্রভৃতি অস্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে, তবে শেয়ার এবং স্বর্ণের মতো অস্থাবর সম্পত্তিও অন্তর্ভুক্ত। সরকার এখন পর্যন্ত সোনা এবং শেয়ারের মতো সম্পদ বিক্রি করে ৩৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এটা বিশ্বাস করা হয় যে দেশে প্রায় ১২৬১১ এমন সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ কোটি টাকার বেশি। ২০২০ সালে, সরকার একটি কমিটি গঠন করেছে এবং এই সম্পত্তি বিক্রির অনুশীলন শুরু করেছে। মোট শত্রু সম্পত্তির মধ্যে ১২৪৮৫টি পাকিস্তানি নাগরিকদের এবং ১২৬টি চিনা নাগরিকদের। সর্বাধিক ৬২৫৫ এই সম্পত্তি ইউপিতে রয়েছে।
advertisement
6/6
পতৌদি পরিবারের কত সম্পত্তি? এ জমিতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে আবিদা সুলতান দেশভাগের পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। এ কারণেই এই সম্পত্তিকে এই ধরনের সম্পত্তির ক্যাটাগরিতে রাখা হয়েছে। নবাবের কনিষ্ঠ কন্যা সাজিদা সুলতানকে তার উত্তরসূরি ঘোষণা করা হয়। সাজিদা ইফতিখার আলী খান পতৌদির সঙ্গে বিয়ে করেন এবং এইভাবে সম্পত্তিটিও পতৌদি পরিবারের সঙ্গে যুক্ত হয়। হামিদুল্লাহ খান ছিলেন অভিনেতা সাইফ আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদির নানা।
পতৌদি পরিবারের কত সম্পত্তি? এ জমিতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে আবিদা সুলতান দেশভাগের পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। এ কারণেই এই সম্পত্তিকে এই ধরনের সম্পত্তির ক্যাটাগরিতে রাখা হয়েছে। নবাবের কনিষ্ঠ কন্যা সাজিদা সুলতানকে তার উত্তরসূরি ঘোষণা করা হয়। সাজিদা ইফতিখার আলী খান পতৌদির সঙ্গে বিয়ে করেন এবং এইভাবে সম্পত্তিটিও পতৌদি পরিবারের সঙ্গে যুক্ত হয়। হামিদুল্লাহ খান ছিলেন অভিনেতা সাইফ আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদির নানা।
advertisement
advertisement
advertisement