গৌরী লঙ্কেশের পর এবার গুলিবিদ্ধ হলেন বিহারের সাংবাদিক পঙ্কজ মিশ্র!
Last Updated:
গৌরী লঙ্কেশকে গুলি করে খুনের আটচল্লিশ ঘণ্টার মধ্যে বিহারে গুলিবিদ্ধ আরও এক সাংবাদিক। আজ, বিহারের আরওয়ালে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরনোর সময় রাষ্ট্রীয় সাহারা পত্রিকার সাংবাদিক পঙ্কজ মিশ্রকে পিছন থেকে গুলি করে দুই বাইক আরোহী।
#পটনা: গৌরী লঙ্কেশকে গুলি করে খুনের আটচল্লিশ ঘণ্টার মধ্যে বিহারে গুলিবিদ্ধ আরও এক সাংবাদিক। আজ, বিহারের আরওয়ালে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরনোর সময় রাষ্ট্রীয় সাহারা পত্রিকার সাংবাদিক পঙ্কজ মিশ্রকে পিছন থেকে গুলি করে দুই বাইক আরোহী।
পঙ্কজের থেকে এক লক্ষ টাকা লুঠ করে নেয় ওই দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় পঙ্কজকে পটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ব্যক্তিগত শত্রুতার জেরেই পঙ্কজের ওপর হামলা চালানো হয়।
বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল বেঙ্গালুরুর মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে তীব্র আক্রমণ করেই নিয়মিত প্রতিবেদন লিখতেন গৌরী। পেশাগত কারণেই বারবার বিতর্কে জড়িয়েছেন। মঙ্গলবার রাত সাড় ৮ টা নাগাদ বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে দুস্কৃতীরা। ঘটনায় বিশেষ দল গঠন করে তদন্তে বেঙ্গালুরু পুলিশ। কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। টুইট করে সাংবাদিক মৃত্যুর নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
নামী সাংবাদিকের বাড়িতে ঢুকে এইভাবে খুনের ঘটনায় আলোড়ন গোটা দেশে। রাতেই বিশেষ দল গঠন করে তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2017 7:26 PM IST