Lalu Prasad Yadav Hospitalized: কিডনির সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি লালু প্রসাদ যাদব!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Lalu Prasad Yadav Health Condition: তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, গতবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁর কিডনি টানা ২৫ দিন ধরে ঠিকঠাকই কাজ করছিল।
#নয়াদিল্লি: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (Lalu Prasad Yadav Hospitalized) ভর্তি রয়েছেন লালু প্রসাদ যাদব। হাসপাতাল সূত্রের খবর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Bihar Ex Chief Minister Lalu Prasad Yadav) স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। রাষ্ট্রীয় জনতা দলের প্রধান (Rashtriya Janata Dal chief) লালু প্রসাদ বর্তমানে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি (Lalu Prasad Yadav Hospitalized) রয়েছেন। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার শেষ মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে মাত্র ১২ থেকে ১৮ শতাংশ কাজ করছে তাঁর কিডনি। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘস্থায়ী কিডনির রোগে ভুগছেন লালু প্রসাদ। রক্তকে সঠিকভাবে পরিশোধনের কর্মক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলেছে কিডনি।
চিকিৎসকদের (Lalu Prasad Yadav Hospitalized) তত্ত্বাবধানে লালু প্রসাদ যাদবের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করা হচ্ছে। এক বছর ধরেই লালু প্রসাদ যাদবের চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, গতবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁর কিডনি টানা ২৫ দিন ধরে ঠিকঠাকই কাজ করছিল।
advertisement
advertisement
৭ সদস্যের চিকিৎসকের দল বর্তমানে দেখাশোনা করছেন তাঁর স্বাস্থ্যের। মেডিসিন, কিডনি, হার্ট, ইউরোলজি এবং ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। RIMS সূত্রে জানা গিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ঘটেনি এই নেতার, তবে কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি এই খবর। মেডিকেল বোর্ডের (Lalu Prasad Yadav Hospitalized) নির্দেশ মেনেই লালু প্রসাদ যাদবের জন্য একটি নতুন ডায়েট চার্ট তৈরি করা হচ্ছে।
advertisement
ডাঃ বিদ্যাপতির নেতৃত্বে ডাঃ সিবি শর্মা, ডাঃ ডি কে ঝা, ডাঃ পি কে ভট্টাচার্য এবং ডাঃ প্রকাশ লালু প্রসাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ইউরোলজির এইচওডি ডাঃ আরশাদ জামাল এবং নেফ্রোলজির এইচওডি ডাঃ প্রজ্ঞা ঘোষ পন্থও এই দলেরই অংশ। RIMS সূত্রের খবর, RJD প্রধানের স্বাস্থ্যের বিষয়ে ডাক্তারদের একটি দল সময়ে সময়ে মেডিকেল বুলেটিনও জারি করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 8:55 PM IST