Durga Puja 2025: ফিরে যেতে চান কুমোর পাড়াতে, তাহলে চলে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Durga Puja 2025: কুমোর পাড়া কে বাঁচিয়ে তুলতে অভিনব উদ্যোগ আসানসোলের এই পুজো কমিটির, যা না দেখতে গেলে মিস করবেন আপনি অনেক কিছু।
এই কুমোর পাড়ার ব্যস্ততার জীবন কাহিনী এবার আপনি দেখতে পাবেন আসানসোলের এই পুজো মণ্ডপে। বর্তমান সময়ে প্লাস্টিক বা ফাইবার এর জিনিস পত্র ব্যবহারের ফলে মাটির তৈরি জিনিস পত্র মানুষজন কেনাকাটা কম করেছেন। ফলে যেন আসতে আসতে হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি বিভিন্ন জিনিস পত্র। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
সেইভাবে কুমোর পাড়াতে গেলে দেখা যায় না ব্যস্ততার ছবি। একটা সময় কুমোর পাড়াতে গেলে দেখা যেত মাটির বিভিন্ন আসবাবপাত্র তৈরি করে রৌদ্রে শুকাতে দেওয়া। তারপরে সেই আসবাব পাত্র গুলো আগুনে পোড়ানো। সহ বিভিন্ন কাজের ব্যস্ততার ছবি দেখা যেত।
advertisement
আসানসোল কল্যাণপুর আদি দুর্গাপুজো এবারে ৪৫ তম বর্ষে পদার্পণ করল। তারা প্রায় ২২ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তুলেছে ‘মৃত্তিকা’ অর্থাৎ মাটি। মূলত এই মণ্ডপে কুমোর পাড়ার, কুমোরদের জীবন কাহিনী তুলে ধরেছে।
advertisement
মণ্ডপে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন পুরনো সময়ে কুমোররা নিজের হাতে তৈরি করছে মাটির বিভিন্ন জিনিসপত্র,, কুমোরদের স্ত্রী’রা কিভাবে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র রৌদ্রে শুকাছে। বাচ্চারা খেলাধুলা করছে। পাশাপাশি দেখতে পাবেন তাদের বাড়িঘর।
advertisement