বিহারে বদলে যাবে সব অঙ্ক, কার সঙ্গে হাত মেলাতে পারেন প্রশান্ত কিশোর? জোর জল্পনা

Last Updated:

শেষ পর্যন্ত প্রথমবার বিহারের নির্বাচনী লড়াইয়ে পুরোদমে নেমে প্রশান্ত কিশোর কতটা সাফল্য পাবেন, তা সময়ই বলবে৷

News18
News18
গতকালই বিহারের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আর তার পর থেকেই বিহারের রাজনৈতিক দলগুলির ভোট কৌশল এবং আসন রফার নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ এনডিএ, ইন্ডিয়া জোটের বাইরেও এবার বিহারের নির্বাচনে অন্যতম প্রধান ফ্যাক্টর প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সূরজ পার্টি৷
শেষ পর্যন্ত প্রথমবার বিহারের নির্বাচনী লড়াইয়ে পুরোদমে নেমে প্রশান্ত কিশোর কতটা সাফল্য পাবেন, তা সময়ই বলবে৷ কিন্তু তাঁকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে৷ যার মধ্যে অন্যতম হল প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির সঙ্গে চিরাগ পাসওয়ানের এলজেপি-র জোট৷
ইতিমধ্যেই জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে বিহারে অন্তত ৪০ থেকে ৪৫টি আসনে লড়তে চান এনডিএ জোটে থাকা চিরাগ৷ গত বছর লোকসভা নির্বাচনে পাঁচটি আসনে লড়ে পাঁচটিতেই জয় পায় এলজেপি৷ তার পরে চিরাগের দাবি আরও জোরাল হয়েছে৷ চিরাগের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পর্কও ভাল নয়৷ ফলে বিজেপি-র কাছেই নিজের দাবি নিয়ে দরবার করবেন চিরাগ৷ যদিও বিজেপি এবং নীতীশের জেডিইউ যে চিরাগকে এতগুলি আসন ছাড়বে না, তা ধরেই নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত চিরাগকে কতগুলি আসন দিয়ে বিজেপি সন্তুষ্ট করতে পারে, সেটাই দেখার৷
advertisement
advertisement
চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পছন্দ মতো আসন না পেলে এনডিএ জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পথও তাঁর কাছে খোলা রয়েছে৷ এলজেপি সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, আসন রফা নিয়ে এখনও বিজেপি-র সঙ্গে তাঁদের আলোচনাই শুরু হয়নি৷ ফলে এখনই বেশি কিছু ভাববার অবকাশ নেই৷
যদিও আসন রফা নিয়ে চিরাগের সঙ্গে বিজেপি এবং জেডিইউ-এর এই সম্ভাব্য বিরোধের উপর ভিত্তি করেই এলজেপি-র সঙ্গে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির জোট নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও বর্তমান পরিস্থিতিতে চিরাগ নিজে এতবড় ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷
advertisement
কারণ চিরাগ নিজে দীর্ঘদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম আস্থাভাজন নেতাও তিনি৷ ফলে ভোটের লড়াইয়ে প্রশান্ত কিশোরের মতো নতুন কারও হাত ধরার ঝুঁকি তিনি এখনই নেবেন, এমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷
গতমাসেই এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চিরাগ পাসওয়ান বলেছিলেন, আমি ভাল আসন চাই৷ কিন্তু এ নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলব না৷ কারণ তা জোট ধর্মের পরিপন্থী হবে৷ বিহারের সব কেন্দ্রে ২০ থেকে ২৫ হাজার ভোটারের উপরে আমার প্রভাব আছে৷ যে কোনও সময়ই জোট ভেঙে বেরিয়ে যাওয়ার পথ আমার সামনে খোলা আছে৷
advertisement
সূত্রের খবর, তাদের যাতে ভাল আসনে লড়তে দেওয়া হয়, সে বিষয়ে অনমনীয় মনোভাব নিয়েছে এলজেপি৷ চিরাগের এই সমস্ত দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত তিনি সত্যিই প্রশান্ত কিশোরের হাত ধরবেন কি না, তা নিয়েই বিহারে এখন আলোচনা চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে বদলে যাবে সব অঙ্ক, কার সঙ্গে হাত মেলাতে পারেন প্রশান্ত কিশোর? জোর জল্পনা
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement