Tejashwi Yadav: টেনেটুনে ঝুলিতে ২৫ আসন, বিরোধী দলনেতার পদও কি পাবেন তেজস্বী? দেখে নিন বিহার বিধানসভার হিসেব

Last Updated:

এনডিএ-এর এই বিপুল জয়ের পর স্বভাবতই প্রশ্ন উঠছে বিহার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে কে বসবেন?

রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তেজস্বী যাদব৷
রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তেজস্বী যাদব৷
বিহারের বিধানসভা ভোটে রীতিমতো ধরাশায়ী হয়েছে বিরোধীরা৷ পাঁচ বছর আগে দুর্দান্ত ফল করা আরজেডি-ও এনডিএ ঝড় আটকাতে ব্যর্থ৷ কমতে কমতে আরজেডি-র আসন সংখ্যা ২৫-এ দাঁড়িয়েছে৷
এনডিএ-এর এই বিপুল জয়ের পর স্বভাবতই প্রশ্ন উঠছে বিহার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে কে বসবেন? আদৌ আরজেডি প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার শর্ত পূরণ করতে পেরেছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷
বিহার বিধানসভা নির্বাচনে বিপর্যয় ঘটলেও অল্পের জন্য মুখরক্ষা হয়েছে তেজস্বী যাদব এবং আরজেডি-র৷ কারণ নিয়ম অনুযায়ী, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার জন্য যে কোনও দলকেই মোট বিধানসভা আসনের অন্তত দশ শতাংশ আসনে জয়ী হতে হবে৷ বিহারে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৪৩৷ সেই হিসেবে প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য আরজেডি-র প্রয়োজন ছিল ২৪টি আসনের৷ সেখানে তারা ২৫টি আসনে জয়ী হয়েছে৷ ফলে তেজস্বী যাদবই বিহারের বিরোধী দলনেতা হচ্ছেন৷
advertisement
advertisement
তবে বিরোধী দলনেতার আসন পেলেও এবার বিহার বিধানসভায় নীতীশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে তেজস্বীকে৷ কারণ সবমিলিয়ে বিরোধী শিবিরের কাছে রয়েছে ৩৫ জন বিধায়ক৷ গতবার যে সংখ্যাটা ছিল একশোর উপরে৷ ফলে বিধানসভায় তেজস্বীর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tejashwi Yadav: টেনেটুনে ঝুলিতে ২৫ আসন, বিরোধী দলনেতার পদও কি পাবেন তেজস্বী? দেখে নিন বিহার বিধানসভার হিসেব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement