Tejashwi Yadav: টেনেটুনে ঝুলিতে ২৫ আসন, বিরোধী দলনেতার পদও কি পাবেন তেজস্বী? দেখে নিন বিহার বিধানসভার হিসেব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এনডিএ-এর এই বিপুল জয়ের পর স্বভাবতই প্রশ্ন উঠছে বিহার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে কে বসবেন?
বিহারের বিধানসভা ভোটে রীতিমতো ধরাশায়ী হয়েছে বিরোধীরা৷ পাঁচ বছর আগে দুর্দান্ত ফল করা আরজেডি-ও এনডিএ ঝড় আটকাতে ব্যর্থ৷ কমতে কমতে আরজেডি-র আসন সংখ্যা ২৫-এ দাঁড়িয়েছে৷
এনডিএ-এর এই বিপুল জয়ের পর স্বভাবতই প্রশ্ন উঠছে বিহার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে কে বসবেন? আদৌ আরজেডি প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার শর্ত পূরণ করতে পেরেছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷
বিহার বিধানসভা নির্বাচনে বিপর্যয় ঘটলেও অল্পের জন্য মুখরক্ষা হয়েছে তেজস্বী যাদব এবং আরজেডি-র৷ কারণ নিয়ম অনুযায়ী, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার জন্য যে কোনও দলকেই মোট বিধানসভা আসনের অন্তত দশ শতাংশ আসনে জয়ী হতে হবে৷ বিহারে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৪৩৷ সেই হিসেবে প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য আরজেডি-র প্রয়োজন ছিল ২৪টি আসনের৷ সেখানে তারা ২৫টি আসনে জয়ী হয়েছে৷ ফলে তেজস্বী যাদবই বিহারের বিরোধী দলনেতা হচ্ছেন৷
advertisement
advertisement
তবে বিরোধী দলনেতার আসন পেলেও এবার বিহার বিধানসভায় নীতীশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে তেজস্বীকে৷ কারণ সবমিলিয়ে বিরোধী শিবিরের কাছে রয়েছে ৩৫ জন বিধায়ক৷ গতবার যে সংখ্যাটা ছিল একশোর উপরে৷ ফলে বিধানসভায় তেজস্বীর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 9:12 PM IST

