Bihar Assembly Election Result: 'সুশাসন- উন্নয়ন- নৈতিকতার জয়', বিহারে বেনজির ফলের পর প্রথম প্রতিক্রিয়া মোদির!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বিহারে আশাতীত ফল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে শাসক জোট এনডিএ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে এনডিএ।
নয়াদিল্লি: বিহারে আশাতীত ফল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে শাসক জোট এনডিএ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে এনডিএ।
এই জয়ের পরেই প্রতিক্রিয়া দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “এনডিএ বিহারে সর্বস্তরে উন্নয়ন করেছে। মানুষ আমাদের ভোট দিয়েছে আমাদের কাজের উপর নির্ভর করে, সেই সঙ্গে রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে। আমি এনডিএ পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমাবরজি এবং আমাদের মিত্র চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঁঝি, উপেন্দ্র কুশওয়াহাকে এই জয়ের শুভেচ্ছা জানাই”।
advertisement
আরও পড়ুন: গ্রেফতারিতে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! নয়া বিলের যৌথ প্যানেলে নেই কং-TMC-DMK
advertisement
Good governance has won.
Development has won.
Pro-people spirit has won.
Social justice has won.
Gratitude to each and every person of Bihar for blessing the NDA with a historical and unparalleled victory in the 2025 Vidhan Sabha elections. This mandate gives us renewed…
— Narendra Modi (@narendramodi) November 14, 2025
advertisement
এনডিএর পরবর্তী কর্মসূচী নিয়ে মোদি লেখেন, “আগামী দিনে আমরা বিহারের উন্নতির জন্য আরও কাজ করব, যার মধ্যে রয়েছে পরিকাঠামো এবং সংস্কৃতির উন্নয়ন। আমরা রাজ্যের যুবশক্তি এবং নারীশক্তির জন্য সর্বতভাবে সাহায্য করব”।
সেই সঙ্গে বিহারের জয় নিয়ে নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত হয়ে লেখেন, “সুশাসনের জয়, উন্নয়নের জয়, মানুষের জয়, সামাজিক ন্যায়ের জয়। এনডিএকে ২০২৫ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জয় বিহারে মানুষের জন্য কাজ করার শক্তি বৃদ্ধি করবে”।
advertisement
আরও পড়ুন: SIR ফর্ম বিলি করতে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? কত দিন লাগবে, রাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
পাশাপাশি এই জয় নিয়ে উচ্ছ্বসিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “বিহার ভূমির জনগণকে লক্ষ লক্ষ অভিনন্দন, যারা জ্ঞান, কঠোর পরিশ্রম এবং গণতন্ত্রের রক্ষক।
বিহারের জনগণের উপহার দেওয়া এই জয় মহিলাদের নিরাপত্তা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণের জন্য এনডিএ সর্বদা সেবা করবে। গত ১১ বছরে, মোদি জি বিহারের জন্য খোলা হৃদয়ে কাজ করেছেন, এবং নীতীশ জি বিহারকে জঙ্গল রাজের অন্ধকার থেকে বের করে এনেছেন। এই জনমত ‘উন্নত বিহার’ এর সংকল্পের জন্য”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 6:43 PM IST

