Bihar Assembly Elections Results: 'বিহারের ফল হতাশাজনক', মেনে নিল কংগ্রেস! ৫টি আসন পেতেই হিমশিম অবস্থা

Last Updated:

Bihar Assembly Elections Results: বিহারের ফল নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানাল কংগ্রেস। বিহারে নবম রাউন্ড শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে এনডিএ। নীতীশের জেডিইউ এবং বিজেপি দুই দলই বুথফেরত সমীক্ষার ফলকে সত্যি করে দেখিয়েছে।

রাহুলকে আক্রমণ বিজেপির (File Photo ANI)
রাহুলকে আক্রমণ বিজেপির (File Photo ANI)
পটনা: বিহারের ফল নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানাল কংগ্রেস। বিহারে নবম রাউন্ড শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে এনডিএ। নীতীশের জেডিইউ এবং বিজেপি দুই দলই বুথফেরত সমীক্ষার ফলকে সত্যি করে দেখিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন রাহুল গান্ধিরা। তবে এখনও পর্যন্ত গণনার যা আভাস, ইভিএমে তার প্রতিফলন ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪টি আসনে এগিয়ে কংগ্রস, আরজেডি এগিয়ে ২৯টি আসনে। প্রসঙ্গত, ১৪৩টি আসনে লড়েছে তেজস্বীর আরজেডি, ৬১টি আসনে লড়েছিল কংগ্রেস। অন্য দিকে, বামেরা এগিয়ে ৬টি আসনে।
advertisement
advertisement
গণনার মাঝপর্বেই দলের পিছিয়ে পড়া নিয়ে মুখ খুললেন বিহার ভোটে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গলট। তিনি বলেন, “বিহারের ফল হতাশাজনক, এতে কোনও সন্দেহ নেই।” তাঁর দাবি, ভোটের প্রচার চলাকালীনও সেখানে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। কমিশন সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। কেন তা বন্ধ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিহার ভোটে কংগ্রেসের পর্যবেক্ষক।
advertisement
২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নীতীশ কুমার, এবার কংগ্রেস এবং আরজেডি জোর প্রচার চালিয়েছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তোলার জন্য। কিন্তু বাস্তবে দেখা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি এবং আরজেডি। এমতাবস্থায় বিহারের বিরোধী রাজনীতি কোন দিকে মোড় নেয় তা-ই দেখার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections Results: 'বিহারের ফল হতাশাজনক', মেনে নিল কংগ্রেস! ৫টি আসন পেতেই হিমশিম অবস্থা
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement