Bihar Assembly Election 2025: ছোঁড়া হল চটি, গোবর, পাথর, কার্যত ঘেরাও উপ মুখ্যমন্ত্রী! ভোট ঘিরে ভয়ঙ্কর অবস্থা বিহারে

Last Updated:

বিক্ষোভের পিছনে আরজেডির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সিনহা৷ তাঁর দাবি, ‘‘এরা সবাই আরজেডির গুন্ডা৷ গুন্ডামিটা দেখুন, ক্ষমতায় নেই, তা-ও গুন্ডামি ছাড়ছে না৷ ওরা আমার পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে৷ ভোর সাড়ে ৬ টাতেই ফেরত পাঠিয়ে দিয়েছে৷ ভোটারদের বেরতেই দিচ্ছে না ওরা৷’’

News18
News18
পটনা: বিহারে প্রথম দফা ভোটগ্রহণের দিনই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে বিহারের উপ মুখ্যমন্ত্রী৷ ভিড়ের মাধঝখানেই ঘিুরে ধরে ছোঁড়া হল চটি, পাথর, গোবর৷ ভয়ঙ্কর বিশৃঙ্খলা৷ বর্তমানে বিদায়ী বিহার সরকারের উপ মুখ্যমন্ত্রী হলেন বিজয় কুমার সিনহা৷ চলতি নির্বাচনে লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বৃহস্পতিবার সেখানে প্রচারে গেলে খোরিয়ারি গ্রামে আরজেডি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ তোলা হয়মুর্দাবাদস্লোগান
advertisement
তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, গোবর, চটি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ হামলার পরেই এলাকার পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন৷ গোটা বিষয়টির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ ফোনে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি এখানে এই গ্রামে আছি৷ ভিড় তো এগিয়ে আসছে৷ এখানে স্পেশাল ফোর্স পাঠান৷ নাহলে আমি এখানে ধর্নায় বসে যাব৷ ওরা পাথর, গোবর এই সব ছুঁড়ছে৷’’
advertisement
advertisement
বিক্ষোভের পিছনে আরজেডির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সিনহা৷ তাঁর দাবি, ‘‘এরা সবাই আরজেডির গুন্ডাগুন্ডামিটা দেখুন, ক্ষমতায় নেই, তা-ও গুন্ডামি ছাড়ছে না৷ ওরা আমার পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে৷ ভোর সাড়ে ৬ টাতেই ফেরত পাঠিয়ে দিয়েছেভোটারদের বেরতেই দিচ্ছে না ওরা৷’’
advertisement
প্রথম দফায় বিহারের ১২১ টি কেন্দ্র হচ্ছে ভোটগ্রহণ৷ বিহারের উপ মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ঘটনা প্রমাণ করে আরজেডির শাসনকালে বিহারে কী ভাবে ‘জঙ্গলরাজ’ চলত৷ যে ‘জঙ্গলরাজশব্দবন্ধ বারবার উচ্চারিত হয়েছে মোদি-শাহের কথায়
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ছোঁড়া হল চটি, গোবর, পাথর, কার্যত ঘেরাও উপ মুখ্যমন্ত্রী! ভোট ঘিরে ভয়ঙ্কর অবস্থা বিহারে
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement