Bihar Assembly Election 2025: ‘মুখ তো নীতীশ, কিন্তু রিমোট কন্ট্রোল..,’ বিহারে প্রথম প্রচারে রাহুল গান্ধি, পাশে তেজস্বী

Last Updated:

রাহুলের কথায়, ‘‘তিন-চারটে লোক বিহারকে কন্ট্রোল করে৷ বিজেপি কন্ট্রোল করে৷ ওদের হাতেই রিমোট কন্ট্রোল রয়েছে এবং ওরা সামাজিক ন্যায়বিচার করে না৷ আমি জাতি সুমারি করা নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদির সামনে দাঁড়িয়ে বলেছি৷ উনি একটা কথাও বলেননি৷ বিজেপি সামাজিক ন্যায়বিচার চায় না৷’’

News18
News18
পটনা: বিহার বিধানসভা নির্বাচনে এই প্রথমবার মহাগঠবন্ধন জোটের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বুধবারের প্রচারসভায় তাঁর সঙ্গে ছিলেন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব৷ এদিন তাঁর বক্তৃতায় নীতীশ কুমারের কড়া সমালোচনা করতে দেখা যায় কংগ্রেস নেতাকে৷ রাহুল দাবি করেন, বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হলেও, তিনি আসলে শুধুই মুখ মাত্র, আসল রিমোট কন্ট্রোল রয়েছে বিজেপির হাতে৷
advertisement
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘‘নীতীশজি’র মুখ ব্যবহার করা হচ্ছে মাত্র৷ রিমোট কন্ট্রোল রয়েছে বিজেপির হাতে৷ আপনারা ভাববেন না যে, পিছিয়ে পড়া গোষ্ঠীর কথা তারা শুনছে৷’’
advertisement
advertisement
রাহুলের কথায়, ‘‘তিন-চারটে লোক বিহারকে কন্ট্রোল করে৷ বিজেপি কন্ট্রোল করে৷ ওদের হাতেই রিমোট কন্ট্রোল রয়েছে এবং ওরা সামাজিক ন্যায়বিচার করে না৷ আমি জাতি সুমারি করা নিয়ে লোকসভায় নরেন্দ্র মোদির সামনে দাঁড়িয়ে বলেছি৷ উনি একটা কথাও বলেননিবিজেপি সামাজিক ন্যায়বিচার চায় না৷’’
advertisement
এছাড়া, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সুর চড়ান রাহুল৷ বলেন, ‘‘দেখুন আপনার ফোনের পিছনে কী লেখা আছে৷ মেড ইন চায়নাজিএসটি শুরু করে মোদি সমস্ত ক্ষুদ্র শিল্প নষ্ট করে দিয়েছেন৷ যা-ই আপনি দেখবেন, সবই চিনের তৈরি৷ আমরা বলছি, বিষয়টা মেড ইন চায়না হবে না, মেড ইন বিহার হবে৷ মোবাইল, শার্ট, প্যান্ট সব বিহারে তৈরি হবে, বিহারের যুবকেরা সেই সমস্ত কারখানায় কাজ করবে৷ আমরা তেমন বিহার চাই৷’’
advertisement
অন্যদিকে, দীর্ঘ টালবাহানার পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারের কথা উঠে এসেছে বিজেপির শীর্ষ স্থানীয় নেতা অমিত শাহের মুখে৷ এতদিন পর্যন্ত, যা স্পষ্ট করে উচ্চারণ করেনি বিজেপির কেউ-ই৷ যা নিয়ে বারবার টার্গেট করেছে মহাগঠবন্ধন জোট৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ‘মুখ তো নীতীশ, কিন্তু রিমোট কন্ট্রোল..,’ বিহারে প্রথম প্রচারে রাহুল গান্ধি, পাশে তেজস্বী
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement