Bihar Assembly Election 2025: ‘মহিলাদের অংশগ্রহণ খুব ভাল’, বিহার ভোটের প্রথম দফা 'সফল'! জানালেন মুখ‍্য নির্বাচনী আধিকারিক, ভোটের হার ৬৪.৪৬%

Last Updated:

Bihar Assembly Election 2025: সম্পন্ন হল বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার শেষে ভোটের হার ৬০.২৫%।

বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন! ভোটের হার ৬০.২৫%
বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন! ভোটের হার ৬০.২৫%
বিহার: সম্পন্ন হল বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার শেষে ভোটের হার ৬০.২৫%। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব মিটেছে বিহারে। যদিও বেশ কিছু জায়গায় কয়েকজন নেতার উপর হামলার খবর পাওয়া গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে দুপুর ১টা নাগাদ ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশ এবং বিকেল ৩টা নাগাদ তা বেড়ে ৫৩.৭৭ শতাংশে পৌঁছায়।
বিহার চিফ ইলেক্টোরাল অফিসার বিনোদ গুঞ্জাল জানালেন সফলভাবেই প্রথমধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বিহারে। সাংবাদিক সম্মেলন করে বিনোদ গুঞ্জাল জানিয়েছেন, ‘‘বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছু জায়গায় এখনও ভোটগ্রহণ চলছে, এবং আমরা ডেটা আপডেট করছি। বর্তমান ভোটার টার্নআউট ৬৪.৪৬%। আমরা সবকিছু আপডেট হওয়ার পর এক ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রেস নোট প্রকাশ করব। মহিলা ভোটারদের অংশগ্রহণ খুব ভাল ছিল। ভোটগ্রহণের সময় ১৬৫টি ব্যালট ইউনিট, ১৬৯টি কন্ট্রোল ইউনিট এবং ৪৮০টি VVPATs প্রতিস্থাপন করা হয়েছে। চূড়ান্ত ডেটা প্রেস রিলিজে উপলব্ধ হবে। এবং এই সময়, প্রথম ধাপে আমরা শুধুমাত্র ১.২১ শতাংশ ব্যালট ইউনিট প্রতিস্থাপন করতে হয়েছিল, যখন ২০২০ বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ১.৮৭ শতাংশ EVMs প্রতিস্থাপন করা হয়েছিল… এর মানে এই সময় আমরা কম EVMs প্রতিস্থাপন করতে হয়েছিল।’’
advertisement
advertisement
advertisement
প্রথম দফা ভোটগ্রহণের দিনই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে বিহারের উপ মুখ্যমন্ত্রী৷ ভিড়ের মাধঝখানেই ঘিুরে ধরে ছোঁড়া হল চটি, পাথর, গোবর৷ ভয়ঙ্কর বিশৃঙ্খলা৷ বর্তমানে বিদায়ী বিহার সরকারের উপ মুখ্যমন্ত্রী হলেন বিজয় কুমার সিনহা৷ চলতি নির্বাচনে লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বৃহস্পতিবার সেখানে প্রচারে গেলে খোরিয়ারি গ্রামে আরজেডি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ তোলা হয় ‘মুর্দাবাদ’ স্লোগান৷
advertisement
advertisement
তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, গোবর, চটি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ হামলার পরেই এলাকার পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন৷ গোটা বিষয়টির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ ফোনে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি এখানে এই গ্রামে আছি৷ ভিড় তো এগিয়ে আসছে৷ এখানে স্পেশাল ফোর্স পাঠান৷ নাহলে আমি এখানে ধর্নায় বসে যাব৷ ওরা পাথর, গোবর এই সব ছুঁড়ছে৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ‘মহিলাদের অংশগ্রহণ খুব ভাল’, বিহার ভোটের প্রথম দফা 'সফল'! জানালেন মুখ‍্য নির্বাচনী আধিকারিক, ভোটের হার ৬৪.৪৬%
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement