Big Breaking: অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন নীতীশ কুমার! আগামিকাল মহাজোট সরকারের শপথগ্রহণ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bihar Politics: আজ বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে বিকেল চারটেয় ইস্তফা দেন জেডিইউ নেতা নীতিশ কুমার। তিনি বলেন দলের সিদ্ধান্তেই এনডিএ থেকে পদত্যাগ করেছেন।
Bihar | JD(U)-RJD led 'Mahagathbandhan' (Grand Alliance) in Bihar to take oath at 4pm, tomorrow pic.twitter.com/OMQrcT0xYs
— ANI (@ANI) August 9, 2022
advertisement
আগামিকালই অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। এর আগে ৬ বার এনডিএ-তে থাকাকালীন মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এবং মহাজোটের সমর্থনে জেডিইউ-এর হাত ধরে এবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেই দ্রুত মহাজোটে মনোনিবেশ করেন নীতীশ কুমার। একবার ফের লালু পুত্র তেজস্বী যাদবকে নিয়ে সরকার গঠন করতে চলেছেন নীতীশ।
advertisement
নীতীশ কুমার বিহারের রাজনৈতিক ময়দানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে পাশা যাই হোক না কেন, তিনিই বাজিটি ধরেন। এবারও তেমন কিছু ঘটতে যাচ্ছে। এতদিন যাবৎ দেখা গিয়েছে বিজেপির সঙ্গে জোট হোক বা আরজেডির সঙ্গে, মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেবল নীতীশ কুমার। আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। হতে চলেছেন আগামী মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক নাটকের অবসান ঘটিয়ে নীতীশ কুমার মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। রাজ্যপাল ফাগু চৌহানের কাছে সাতটি দল এবং একটি স্বতন্ত্র দল থেকে সমর্থনের চিঠি জমা দিয়ে রাজ্যে একটি নতুন সরকার গঠনের দাবি করেছেন নীতিশ কুমার। আগামিকাল তাঁর নেতৃত্বেই গঠিত হতে চলেছে বিহারের নতুন সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 8:16 PM IST