Biden-Modi Meet-G20 Summit 2023: হাতে হাত রাখলেন মোদি-বাইডেন! প্রধানমন্ত্রীর বাসভবনে ঐতিহাসিক মুহূর্ত! ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আরও দৃঢ় হল!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Biden-Modi Meet-G20 Summit 2023: প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক। কী কী উঠে এল এই আলোচনায় ! জানুন
নয়া দিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসে পৌঁছলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন তাঁর বিশেষ বিমান অবতরণ করে নয়া দিল্লির বিমানবন্দরে। সেখানে তাঁকে অর্ভথনা জানানো হয়। বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। তবে ভারতে নেমেই বাইডেন পৌঁছে গেলেন নরেন্দ্র মোদির বাড়ি! দিল্লির ৭ নম্বর লোক কল্যান মার্গে দেখা গেল এক ঐতিহাসিক ছবি। নরেন্দ্র মোদির সঙ্গে হাতে হাত মেলালেন বাইডেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত জুন মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁদের মধ্যে দেখা হয়েছিল। ফের ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন!
রাতে প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নৈশ ভোজের আয়োজনও! মোদির বাসভবন ঘুরে দেখেন বাইডেন। ইতিমধ্যেই সে ছবি সামনে এসেছে। জি-২০ সম্মেলন নিয়ে বেশ উৎসাহী বাইডেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বার্তা দেবেন! ইতিমধ্যেই তাঁদের মধ্যে কী আলোচনার বিষয় তা নিয়ে উৎসাহ বাড়ছে।
Prime Minister Narendra Modi and US President Joe Biden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi. Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA: PMO pic.twitter.com/FxZ7SwWhde
— ANI (@ANI) September 8, 2023
advertisement
advertisement
ইতিমধ্যেই নরেন্দ্র মোদি ট্যুইটে জানান, “মোদি ট্যুইট করে জানান, ‘আমি গর্বিত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে লোক কল্যান মার্গে স্বাগত জানাতে পেরে। আমাদের আজকের আলোচনা ভারত ও আমেরিকাকে এক বন্ধনে আবদ্ধ করল! ভবিষ্যতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নতি এবং প্রতিটি মানুষের সার্বিক উন্নতি ঘটাবে। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব ভবিষ্যতে সকলের ভালর জন্য বিরাট ভূমিকা পালন করবে!” এছাড়াও জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে উঠে আসবে গত জুন মাসে যে আলোচনা হয়েছিল তার অগ্রগতিগুলি দেখা হবে। তার মধ্যে জেট ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, ড্রোন কেনা সংক্রান্ত বিষয়, ৫জি-৬জি সংক্রান্ত বিষয়, সিভিল নিউক্লিয়ার ডোমেন সংক্রান্ত বিষয়গুলি থাকছে। তবে এই সফর দ্বিপাক্ষিক একটা সফর এমনটা নয়। এটা জি২০ সম্মেলন। তবে মোদি ও বাইডেনের এই মেলবন্ধন সত্যিই ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 9:48 PM IST