২০টি স্মার্ট সিটিতে নেই বাংলার কোনও শহর !
Last Updated:
প্রকাশ্যে এল দেশের ২০ টি স্মার্ট সিটির তালিকা ৷ প্রথম পর্যায়ে ২০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করলেন, কেন্দ্রীয় শহরান্নয়ণ মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু ৷ স্মার্ট সিটিতে বিদ্যুৎ. পানীয় জল, আবাসন, তথ্যপ্রযুক্তি, নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মিলবে যথাযথ ৷ এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৪৮ হাজার কোটি টাকা ৷
#নয়াদিল্লি: প্রকাশ্যে এল দেশের ২০ টি স্মার্ট সিটির তালিকা ৷ প্রথম পর্যায়ে ২০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করলেন, কেন্দ্রীয় শহরান্নয়ণ মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু ৷ স্মার্ট সিটিতে বিদ্যুৎ. পানীয় জল, আবাসন, তথ্যপ্রযুক্তি, নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মিলবে যথাযথ ৷ এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৪৮ হাজার কোটি টাকা ৷ এরপর ৪০ ও ৩৮টি শহর স্মার্ট সিটির অন্তর্ভুক্ত আগামী ২ বছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে ৷ ২০ টি শহর হল-
ভুবনেশ্বর, ওড়িশা
পুণে, মহারাষ্ট্র
advertisement
জয়পুর, রাজস্থান
সুরাট, গুজরাট
কোচি, কেরালা
আমেদাবাদ, গুজরাট
জব্বলপুর, মধ্যপ্রদেশ
বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
সোলাপুর, মহারাষ্ট্র
দেবাংগিরি, কর্ণাটক
ইন্দোর, মধ্যপ্রদেশ
এনডিএমসি, দিল্লি
কোয়েম্বাটুর, তামিলনাড়ু
বেলগাঁও, কর্ণাটক
উদয়পুর, রাজস্থান
গুয়াহাটি, আসাম
চেন্নাই, তামিলনাড়ু
লুধিয়ানা, পাঞ্জাব
ভোপাল, মধ্যপ্রদেশ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2016 4:11 PM IST