• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কর্ণাটকে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে দল, দাবি অমিত শাহের

কর্ণাটকে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে দল, দাবি অমিত শাহের

অমিত শাহ (বিজেপি সর্ব ভারতীয় সভাপতি) ফাইল চিত্র

অমিত শাহ (বিজেপি সর্ব ভারতীয় সভাপতি) ফাইল চিত্র

আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে কর্ণাটক বিধানসভার নির্বাচনী প্রচার ৷ এখন শুধুই প্রহর গোনা ১২ মে নির্বাচনের ৷ এরই মাঝে বৃহস্পতিবার বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন কর্ণাটক নির্বাচনে তাঁর দল ১৩০ আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ৷

 • Share this:

  #কর্ণাটক: আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে কর্ণাটক বিধানসভার নির্বাচনী প্রচার ৷ এখন শুধুই প্রহর গোনা ১২ মে নির্বাচনের ৷ এরই মাঝে বৃহস্পতিবার বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন কর্ণাটক নির্বাচনে তাঁর দল ১৩০ বেশি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ৷

  আরও পড়ুন :  এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের

  এক সাংবাদিক সম্মেলনে তিনি কর্ণাটকের আইন ব্যবস্থার অবনতির কথা জানিয়েছে বলেছেন দিনে দিনে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ সারা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে নৈরাজ্যের ৷ বিজেপি-আরএসএসের বেশ কয়েকজন কর্মীর মৃত্যুতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন !

  আরও পড়ুন : মহিলাদের হাতে বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি মন্ত্রী বাবুল

  অমিত শাহের অভিযোগ কর্ণাটকে গণতান্ত্রিক পরিবেশ আর নেই ৷ অবশ্য তিনি এ বিষয়ে শাসক দলকেই দায়ি করেছেন তিনি ৷ রাজ্যের ভারসাম্য রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস ৷ ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ২২৩ আসনে নির্বাচন হবে আগামী ১২ মে ৷ জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী বিএন বিজয় কুমারের আকস্মিক মৃত্যুতে ওই আসনে নির্বাচন আপাতত স্থগিত ৷

  First published: