Bharat Jodo Yatra: '৫ মিনিটের জন্য আসুন...' রাহুলের 'ন্যায় যাত্রায়' মমতাকে যোগ দেওয়ার অনুরোধ কংগ্রেসের, আজ বাংলায় 'ভারত জোড়ো'
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bharat Jodo Yatra: কংগ্রেসের তরফ থেকে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণের অনুরোধ জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
কলকাতা: “ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত পাঁচ মিনিটের জন্য আসুন।” কংগ্রেসের তরফ থেকে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
আজ থেকেই বাংলায় ভারত জোড়ো, ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধি। কোচবিহারে তিনি আজই প্রবেশ করেছেন। যদিও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এই যাত্রা আসছে। কিন্তু কেউ তাঁকে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। যদিও কংগ্রেস শিবিরের তরফে জানানো হয়, তাঁরা বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন। এদিন ফের জয়রাম রমেশ আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
advertisement
এদিকে সূত্রের খবর, ফালাকাটার টাউন ক্লাব ময়দানে সেখানে আজ যাচ্ছেন না রাহুল গান্ধি। কোচবিহারের খাগড়াবাড়ি থেকে আলিপুরদুয়ারে হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে দিল্লি উড়ে যাচ্ছেন। হাসিমারার বায়ুসেনার ছাউনি থেকে আকাশপথে দিল্লি উড়ে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলায় কংগ্রেসের ন্যায় যাত্রা কাটছাঁট করে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল গান্ধি।
advertisement
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। তাই জন্য তিনি দিল্লি উড়ে যাচ্ছেন। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি দিল্লিতে বিশেষ কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির। আবার ২৮ জানুয়ারি সকাল বেলায় ফালাকাটার টাউন ক্লাবে কংগ্রেসের ন্যায় যাত্রায় তিনি অংশগ্রহণ করবেন। ফলে আপাতত কোচবিহার থেকে ন্যায়যাত্রা ২৬ এবং ২৭ তারিখ দুইদিন স্থগিত থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2024 2:01 PM IST







