আবীর ঘোষাল, কলকাতা: অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে ভারত গৌরব ট্রেনের যাত্রা। শুরু হচ্ছে ভ্রমণের পরবর্তী পদক্ষেপ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে জানার উদ্দেশ্যে ভারত গৌরব ট্রেনের দ্বারা বিশেষভাবে তৈরি করা সফর ‘নর্থ-ইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি’ ৷ গতকাল, ২৪ মার্চ, ২০২৩ তারিখে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করা হয়। ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল অরুণাচল প্রদেশের নাহরলগুন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ২১ মার্চ, ২০২৩ তারিখে দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি ২৩ মার্চ, ২০২৩ তারিখে গুয়াহাটি পৌঁছেছিল।
ট্রেনটি ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং ভারত সরকারের রেলওয়ে, কয়লা ও খনন বিভাগের মাননীয় রাজ্য প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল ডানভে। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের সময় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝা এবং লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রেম রঞ্জন কুমার এবং মুখ্য কার্যালয় ও ডিভিশনগুলির সিনিয়র অফিসাররা।
আরও পড়ুন- শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!
উত্তর পূর্বাঞ্চলের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জীবনের আবিষ্কার ও অভিজ্ঞতা লাভ করতে ভারত গৌরব ট্রেন পরিচালনার জন্য গণ্যমান্য ব্যাক্তিরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ‘ভারত গৌরব’ নামে প্রকল্পের অধীনে সারা দেশে পর্যটন প্রচারের লক্ষ্যে ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি-র দ্বারা গৃহীত এই পদক্ষেপ সমস্ত স্তরের প্রশংসা ও সমর্থনের আশা করে। এই ভারত গৌরব ট্রেন চলাচলের ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পর্যটন ক্ষেত্র বিশেষ সমৃদ্ধি লাভ করবে।
আরও পড়ুন- রাশিফল ২৫ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
ভারত গৌরব ট্রেনে এর পরে ত্রিপুরা, মিজোরামের মত রাজ্যগুলিতেও নিয়ে যাওয়া হবে পর্যটকদের৷ ভারতীয় রেল আশাবাদী এর ফলে উত্তর-পূর্ব ভারতের পর্যটন ক্ষেত্রের একদিকে যেমন বিকাশ ঘটবে, তেমনি আগামী দিনে ভারত গৌরব ট্রেন দেশের অন্যান্য প্রান্তেও চালানোর সময় মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arunachal Pradesh, Indian Railways