তীব্র মাথা ব্যথা, মহিলার কান থেকে ডাক্তার বের করলেন মাকড়শা !

Last Updated:

সারাদিনের খাটা খাটনির পর দুপুরে একটু ভাত ঘুম দেবেন বলে ঠিক করেছিলেন বেঙালুরুর বাসিন্দা লক্ষ্মী এল ৷ সেই মতোই গেলেন বারান্দায় ৷

#বেঙালুরু: সারাদিনের খাটা খাটনির পর দুপুরে একটু ভাত ঘুম দেবেন বলে ঠিক করেছিলেন বেঙালুরুর বাসিন্দা লক্ষ্মী এল ৷ সেই মতোই গেলেন বারান্দায় ৷ বারান্দার খোলা হাওয়ায় মাটিতেই শুয়ে পড়লেন লক্ষ্মী৷ ঘুমও হল জমিয়ে ৷ কিন্তু ঘুম থেকে উঠে অসম্ভব মাথা ব্যথা ! ডান কানে কীরকম একটা অস্বস্তি ! মেয়েকে ডেকে লক্ষ্মী বললেন সব কথা খুলে ৷ মেয়েও তাড়াহুড়ো করে টর্চ দিয়ে দেখতে শুরু করলেন কানের ভিতর ৷ ততক্ষণে অবশ্য লক্ষ্মী কানের ভিতর কয়েক বার আঙুল প্রবেশ করিয়ে ফেলেছেন ৷ আর ব্যথা? তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে ৷ এবার উপায় ?
spider-ear-650_650x400_81497256198
লক্ষ্মীর যন্ত্রণা দেখে তাঁর স্বামী সোজা নিয়ে গেলেন ডাক্তারের কাছে ৷ আর তারপর যা ঘটল, তা মনে করল এখনও লক্ষ্মীর গায়ে কাটা দেয় ৷
advertisement
ডেইলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, বেঙালুরুর বাসিন্দা লক্ষ্মীর কানে সুযোগ পেয়ে ঢুকে পড়েছিল একটি মাকড়শা ৷ আর সেই মাকড়শাই দিচ্ছিল লক্ষ্মীকে মাথা ব্যথা ৷ তবে মাকড়শার হাত থেকে লক্ষ্মী রক্ষা পেলেও, ডাক্তাররা পুরো ব্যাপারটায় হতবাক৷ কারণ, এতক্ষণ ধরে কানের ভিতর থাকার পরেও মাকড়শাটি বেঁচে ছিল ৷ আর অন্যদিকে লক্ষ্মী জানিয়েছেন, বারান্দায় আর ঘুমনো নয় !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তীব্র মাথা ব্যথা, মহিলার কান থেকে ডাক্তার বের করলেন মাকড়শা !
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement