পায়ে হেঁটে ঢুকলেন 'ভগবান ভেঙ্কটেশ্বর', বেঙ্গালুরুর এক বিয়ের ফুটেজ সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই

Last Updated:

ভগবান ভেঙ্কটেশ্বরের সাজে একজন ব্যক্তি নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য বিয়ের মঞ্চে উঠেছিলেন, যা অতিথিদের হতবাক করে দিয়েছিল।

News18
News18
বেঙ্গালুরুর: ভারতীয় বিয়ের অনুষ্ঠান তাদের জাঁকজমকের জন্য সুপরিচিত, বিলাসবহুল স্থান থেকে শুরু করে অসামান্য আচার-অনুষ্ঠান পর্যন্ত কোনও কিছু নিয়েই সন্তানের বিশেষ দিন উদযাপনের ক্ষেত্রে খরচের চিন্তা করা হয় না। বাবা-মা প্রায়শই প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তুলতে অতিরিক্ত চেষ্টা করেন, এমনকি যদি এর জন্য অনুষ্ঠানটিকে আড়ম্বরে পরিণত করতে হয়, তাহলেও তাঁরা পিছ-পা হন না। কিন্তু বেঙ্গালুরুতে সম্প্রতি একটি বিবাহ সব কিছু ছাড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
অনলাইনে এখন ট্রেন্ডিং একটি ভিডিওতে এক দম্পতিকে বিয়ের পর কেবল পরিবার বা প্রবীণদের কাছ থেকে নয়, বরং চলমান ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, ভগবান ভেঙ্কটেশ্বরের সাজে একজন ব্যক্তি নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য বিয়ের মঞ্চে উঠেছিলেন, যা অতিথিদের হতবাক করে দিয়েছিল।
advertisement
advertisement
ভগবান ভেঙ্কটেশ্বরের সাজে এক ব্যক্তি মঞ্চে হেঁটে যাচ্ছেন-ক্লিপটি শুরু হয় একটি সুন্দরভাবে সজ্জিত বিবাহ মঞ্চ দিয়ে, যেখানে বর এবং কনে হাঁটু গেড়ে আশীর্বাদের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ, ভগবান ভেঙ্কটেশ্বরের সাজে একজন ব্যক্তি তাঁদের দিকে এগিয়ে আসতে শুরু করেন, মাথায় মুকুট, গা-ভরা সোনার অলঙ্কার, ফুলের মালা এবং একটি ঐতিহ্যবাহী সিল্কের পোশাক পরে। মুহূর্তটিকে আরও নাটকীয় করে তুলতে তিনি মঞ্চটির কাছে আসার সঙ্গে সঙ্গে চারপাশ ধোঁয়ায় ভরে যায়, মন্দিরের মতো পরিবেশ তৈরি করা হয়। পরিবারের সদস্যদেরও মঞ্চে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে দেখা যাচ্ছে।
advertisement
advertisement
দেবতার চরিত্রে অভিনয়কারী ব্যক্তি যখন দম্পতির কাছে পৌঁছন, তখন তিনি তাঁদের উপর আলতো করে ফুল ছিটিয়ে দেন, যেন তা ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক। বর-কনে শ্রদ্ধায় মাথা নত করেন, আতসবাজি এবং আলোকসজ্জার প্রভাব সেই দৃশ্যকে আরও অতিনাটকীয় করে তোলে। ভিডিওটির সঙ্গে একটি হাস্যকর ক্যাপশনও রয়েছে, যেখানে লেখা আছে, “আমরা একটি সাধারণ বিবাহ চাই। পিতামাতা চিন্তা করবেন না, শুধু ঈশ্বরের আশীর্বাদ সহ একটি ছোট অনুষ্ঠান। এই তো ঈশ্বরের আশীর্বাদ।”
advertisement
অনন্য এই বিবাহ অনুষ্ঠানের প্রতি ইন্টারনেটের প্রতিক্রিয়া-১০ নভেম্বর শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে দশ লাখেরও বেশি ভিউ এবং অসংখ্য কমেন্ট পেয়েছে। অনেক দর্শক আনন্দিত হয়েছেন, আবার অন্যরা তা অসম্মানজনক বলে মনে করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি অবাক হয়েছি যে তাঁরা মনে করেন ঈশ্বরের পোশাক পরে একজন অপরিচিত ব্যক্তি বিয়েতে উপস্থিত প্রবীণ এবং শুভাকাঙ্ক্ষীদের চেয়ে ভাল আশীর্বাদ দেন!!” আরেকজন মন্তব্য করেছেন, “ঈশ্বরও সম্পূর্ণ ভিআইপি মোডে উপস্থিত থাকার লোভ প্রতিরোধ করতে পারেননি!” “তাঁদের খুশি হওয়া উচিত যে শ্রীভেঙ্কটেশ্বর দয়ালু এবং ক্ষমাশীল, সম্ভবত এতে তিনি হাসবেন,” একজন ব্যক্তি মন্তব্য করেন। “যদি এভাবে চলতে থাকে, তাহলে ঈশ্বর হয়তো একদিন সত্যিই এসে এই জিনিসগুলি বন্ধ করতে বলবেন,” আরেকজন রসিকতা করেছেন!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পায়ে হেঁটে ঢুকলেন 'ভগবান ভেঙ্কটেশ্বর', বেঙ্গালুরুর এক বিয়ের ফুটেজ সামনে আসতেই নেটদুনিয়ায় হইচই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement