চেরি ব্লসম-এর মতো ফুলের গোলাপি আভায় ঢাকা বেঙ্গালুরু যেন এক নতুন কনে
- Published by:Brototi Nandy
Last Updated:
বেঙ্গালুরুর পরিবেশ , রাস্তা ঘাট এখন গোলাপি ফুলের চাদরে ঢেকে গেছে। যেদিকে তাকায় চেরি ব্লসমের মতো ফুলের হাতছানি পথ চলতি মানুষদের মন্ত্রমুগ্ধ করে দেয় । bengaluru turns pink with cherry blossom like flower
বেঙ্গালুরুতে বসন্ত প্রায় এসেই গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, গোলাপি রঙে ভরা মন্ত্রমুগ্ধ করা পরিবেশ মনকে নিমেষে চঞ্চল করে তোলে। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত রাস্তার দুইপাশে শুধু গোলাপি ফুলের বাহার। আকাশের নীল রং আর ফুলের গোলাপি রঙের সমন্বয়ে বেঙ্গালুরু শহর যেন তার নবযৌবন ফিরে পেয়েছে। দেখে মনে হচ্ছে জাদু কাঠির ছোঁয়ায় কেউ এই শহরকে গোলাপি স্বর্গে পরিণত করেছে।
শহরের রাস্তাগুলো যখন গোলাপি রঙের তাবিবুইয়া রোসিয়া ফুলের কার্পেটে পরিণত হয় , তখন মনে হয় বসন্ত এসে গেছে। এই জাদুকরী ফুলের মরসুমে বেঙ্গালুরু শহরটি নতুন গোলাপি কনের সাজে সেজে ওঠে। পথচারীদের কাছে রাস্তা চলতে প্রাকৃতিক সৌন্দর্যের এমন অভিজ্ঞতা তাদের স্মৃতির সিন্ধুকে চিরন্তন হয়ে থাকে। দেখে মনে হয় কোন এক শিল্পী তার তুলির ছোঁয়ায় শহরটিকে গোলাপির রঙে রাঙিয়ে দিয়েছে। প্রতি বছর বসন্তের শুরুতে এই ফুলগুলি ফুটতে শুরু করে এবং ঘরে ঘরে বসন্তের আগমনের বার্তা পৌঁছে দেয়।
advertisement
এটা বলা হয়ে থাকে যে ব্রিটিশাররা গোলাপী ট্রাম্পেট গাছের সঙ্গে এই শহরের পরিচয় ঘটিয়েছিল কারণ তাদের হোমসিকনেস দূর করার এটি একটি বড় পন্থা ছিল। চারিপাশে গোলাপী ফুলের বাহার তাদের বসন্তের কথা মনে করিয়ে দিত। এরাই তাবিবুইয়া রোসিয়া গাছগুলি এই শহরে রোপন করেছিল। তাই স্বাধীনতার পর তারা দেশ ছেড়ে চলে গেলেও এর সৌন্দর্য আজ অটুট এবং আকর্ষণীয়। আজও এখানকার স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শহরের এই গোলাপি রূপ দেখে মোহিত হয়ে যায়।
advertisement
advertisement
বহু ফটোগ্রাফার ইতিমধ্যেই বেঙ্গালুরু শহরের এই গোলাপি রূপকে নিজেদের ক্যামেরায় বন্দি করে রেখেছে। তাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করে প্রশংসা অর্জন করেছে। শাটারবাগ বিপ্লব মহাপাত্রের কয়েকটি স্টিল ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবিগুলি আইটি হাবের হোয়াইটফিল্ড এলাকায় তোলা হয়েছিল। পোস্টটি এখানে দেখুন -
📍 AECS Layout, Whitefield The Pink Trumpets or the Tabebuia Avellaneda have started to blossom here in Bengaluru. That time of the year when certain parts of Bengaluru turns completely pink 😍🌸 PC: ( IG @ reflectionofmymemories )#pinktrumpets #karnatakatourism #Bengaluru pic.twitter.com/Z6Tol7f53Y
— Karnataka Tourism (@KarnatakaWorld) January 16, 2023
advertisement
ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর প্রচুর প্রশংসা এবং লাইকস পেয়েছে। এদিকে, একজন ব্যবহারকারী যিনি শহরের চেরি ফুলের মরসুম সম্পর্কে অনেক কিছু জানেন বলে মনে হচ্ছে তিনি লিখেছেন, “এইবার বেশ তাড়াতাড়ি। গোলাপী ট্রাম্পেট এবং জ্যাকারান্ডা গাছগুলি সাধারণত মার্চের শেষের দিকে - এপ্রিলের শুরুতে প্রস্ফুটিত হয় এবং তার পরে জ্বলন্ত লাল গুলমোহর ফুল ফুটতে শুরু করে ।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:48 PM IST