Bengaluru Metro: লোকারণ্য বেঙ্গালুরু মেট্রো স্টেশন, বান্ধবীর সঙ্গে শরীরী খেলায় মত্ত তরুণ! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

Last Updated:

যুগলদের প্রেমময় আবেদনের জন্য বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে রাজধানী দিল্লি মেট্রোর নানা ঘটনা। অনেকের কাছেই তা আপত্তিজনক পর্যায়ে ঠেকেছে। এবার নয়া সংযোজন হল আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরু শহরে।

এই দৃশ্যই দেখা যায় বেঙ্গালুরু মেট্রো স্টেশনে। (ছবি- নিজস্ব)
এই দৃশ্যই দেখা যায় বেঙ্গালুরু মেট্রো স্টেশনে। (ছবি- নিজস্ব)
বেঙ্গালুরু: যুগলদের প্রেমময় আবেদনের জন্য বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে রাজধানী দিল্লি মেট্রোর নানা ঘটনা। অনেকের কাছেই তা আপত্তিজনক পর্যায়ে ঠেকেছে। এবার নয়া সংযোজন হল আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরু শহরে।
সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুগল ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। এত পর্যন্ত সবটাই স্বাভাবিক। এরপরেই ওই যুগল একে অন্যের সঙ্গে ‘আপত্তিজনক’ ব্যবহার করতে শুরু করে। এই ভিডিও ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিস্তর বাগযুদ্ধ।
বেঙ্গালুরু শহরের মাধভারা স্টেশনে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে আশেপাশে যাত্রীদের পরোয়া না করেই মহিলার সঙ্গে দাঁড়ানো তার পুরুষ বন্ধু ওই মহিলার জামার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। আর তাতেই নেটিজেনদের মধ্যে রাগের বহিঃপ্রকাশ দেখা যায়।
advertisement
advertisement
অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের বলতে শোনা যায় ওই যুগলের প্রতি কঠোর পদক্ষেপ নিতে। আবার অনেকে এটাও লেখেন, ভালবাসা প্রদর্শন করা আর কদর্যতা প্রদর্শন করা দুটো এক হতে পারে না। তাই সবার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
এক ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, “জনসাধারণের মাঝে যখন আছেন তখন মহিলা, শিশু, বয়স্ক তাঁরা সবাই সব দেখতে পাচ্ছেন তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।”
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Metro: লোকারণ্য বেঙ্গালুরু মেট্রো স্টেশন, বান্ধবীর সঙ্গে শরীরী খেলায় মত্ত তরুণ! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement