Man Electrocuted: ২.৫ লক্ষ টাকা দামের পোষা ম্যাকাওকে বাড়িতে ফিরিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Last Updated:

Man Electrocuted: জানা গিয়েছে তাঁর পোষা আড়াই লক্ষ টাকা মূল্যের ম্যাকাও বাড়ি ছেড়ে উড়ে গিয়ে কাছের একটি বিদ্যুতের খুঁটিতে বসে ছিল শুক্রবার সকালে৷

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচিল থেকে ছিটকে পড়ে যান তিনি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচিল থেকে ছিটকে পড়ে যান তিনি
বেঙ্গালুরু : মহার্ঘ্য পোষ্যকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বেঙ্গালুরুর ব্যবসায়ী অরুণ কুমারের (৩২)৷ বেঙ্গালুরুর গিরিনগরের বাসিন্দা অরুণ তাঁর পোষা বহুমূল্য ম্যাকাওকে বাঁচাতে গিয়ে তড়িৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন৷ জানা গিয়েছে তাঁর পোষা আড়াই লক্ষ টাকা মূল্যের ম্যাকাও বাড়ি ছেড়ে উড়ে গিয়ে কাছের একটি বিদ্যুতের খুঁটিতে বসে ছিল শুক্রবার সকালে৷
উড়ে যাওয়া পোষা পাখিকে ফিরিয়ে আনতে স্টিলের পাইপ হাতে নিয়ে অরুণ তাঁর আবাসনের পাঁচিলে উঠে চেষ্টা করতে থাকেন পোষা ম্যাকাওকে ফিরিয়ে আনার উদ্দেশে৷ সে সময় একটি হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে লেগে যায় তাঁর হাতের স্টিলের পাইপটি৷ এর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচিল থেকে ছিটকে পড়ে যান তিনি৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাবশত অরুণের হাতের স্টিলের পাইপ লেগে যায় হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তারে৷ আঘাতের অভিঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান যুবক৷ দুর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ইন্ডিগো বিপর্যয়ে কড়া সিদ্ধান্ত, ৪ ফ্লাইট ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম দিল্লির মহীপালপুরে নিজের বাড়িতে বৈদ্যুতিন রড দিয়ে জল গরম করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৩ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে  জানা গিয়েছে, ওই মহিলা স্নান করতে গিয়েছিলেন এবং জল গরম করার জন্য একটি বৈদ্যুতিন রড ব্যবহার করছিলেন। যখন তিনি অনেকক্ষণ ধরে বাইরে আসেননি, তখন একই বাড়িতে বসবাসকারী তাঁর বন্ধু তাঁকে দেখতে গিয়ে দেখেন যে দরজাটি ভেতর থেকে বন্ধ। এর পর তিনি পুলিশকে ফোন করেন। তার পরই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Man Electrocuted: ২.৫ লক্ষ টাকা দামের পোষা ম্যাকাওকে বাড়িতে ফিরিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement