বেঙ্গালুরুতে ফাঁকা মদের বোতল ঘিরে বোমাতঙ্ক
Last Updated:
৭০ এমএম স্ক্রিনে তখন টান টান উত্তেজনা ৷ চলছে সিনেমার ক্লাইম্যাক্স ৷ টাইম বোম নিষ্ক্রিয় করে জাতিকে বাঁচানোর দায় তখন হিরোর ঘাড়ে ৷ এমন সময় ছন্দপতন ৷ সিনেমা প্রদর্শন বন্ধ করে হল খালি করে দেওয়ার ঘোষণা ভেসে এল ৷ কারণ- হলে নাকি বোমা থাকতে পারে ৷ ব্যস, পর্দা ছেড়ে আতঙ্ক ছড়াল বাস্তবে ৷
#বেঙ্গালুরু: ৭০ এমএম স্ক্রিনে তখন টান টান উত্তেজনা ৷ চলছে সিনেমার ক্লাইম্যাক্স ৷ টাইম বোম নিষ্ক্রিয় করে জাতিকে বাঁচানোর দায় তখন হিরোর ঘাড়ে ৷ এমন সময় ছন্দপতন ৷ সিনেমা প্রদর্শন বন্ধ করে হল খালি করে দেওয়ার ঘোষণা ভেসে এল ৷ কারণ- হলে নাকি বোমা থাকতে পারে ৷ ব্যস, পর্দা ছেড়ে আতঙ্ক ছড়াল বাস্তবে ৷
শুক্রবার সকালে বেঙ্গালুরুর কাবেরী থিয়েটারে ঘটল এই ঘটনা ৷ একটি পরিত্যক্ত চটের ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় হলে ৷ বোমাতঙ্কের জেরে থাকতে পারে এই সন্দেহে সিনেমা প্রদর্শন বন্ধ করে খালি করে দেওয়া হয় থিয়েটার হল ৷ খবর পেয়ে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ চটের ব্যাগটিকে পরীক্ষা দেখা যায়, তাতে রয়েছে শুধু একটি খালি মদের বোতল ৷ বোতলে তখনও তাজা মদের গন্ধ লেগে রয়েছে ৷ বোমা ভেবে শেষে খালি মদের বোতল বেরোতে হাঁপ ছেড়ে বাঁচে সকলে ৷
advertisement
গোটা বিশ্ব জুড়ে এখন সন্ত্রাসের আবহাওয়া ৷ প্যারিসে হামলা থেকে সেই শুরু তারপর থেকে চলছে একের পর এক সন্ত্রাসবাদীদের হামলা ৷ বৃহস্পতিবারও জাকার্তা ও তুরস্কে ঘটেছে বোমা বিস্ফোরণ ৷ পাঠানকোট হামলার পর থেকে ভারতেও জারি হাই অ্যালার্ট ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2016 3:06 PM IST