Bengaluru News: যত্রতত্র জঞ্জাল ফেলার ছবি তুলে় দিলেই নগদ ২৫০ টাকা পুরস্কার, কোন শহরে চালু হল ব্যবস্থা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ছবি, ভিডিও পাঠানোর জন্য চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর৷ এ ছাড়াও সমাজমাধ্যমে ওই দুই সরকারি সংস্থার পেজেও ছবি, ভিডিও পোস্ট করা যাবে৷
যাঁরা পথেঘাটে অথবা যত্রতত্র জঞ্জাল ফেলবেন, তাঁদের ছবি তুলে দিতে পারলেই নগদ ২৫০ টাকা পুরস্কার৷ শহর জঞ্জালমুক্ত করতে এবার এমনই উদ্যোগ নিল গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি (জিবিএ) এবং বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড (বিএসডব্লিউএমএল)৷
এবার থেকে বেঙ্গালুরু শহরের যত্রতত্র যাঁরাই জঞ্জাল ফেলবেন, তাঁদের ছবি অথবা ভিডিও তুলে পাঠাতে পারলেই ২৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ ছবি, ভিডিও পাঠানোর জন্য চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর৷ এ ছাড়াও সমাজমাধ্যমে ওই দুই সরকারি সংস্থার পেজেও ছবি, ভিডিও পোস্ট করা যাবে৷
বিএসডব্লিউএমএল-এর সিইও কারি গৌড়া এনডিটিভি-কে জানিয়েছেন, প্রায় পাঁচ হাজার অটো প্রতিদিন বেঙ্গালুরু শহর জুড়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করে৷ তার পরেও বেশ কিছু মানুষ রাস্তায় যত্রতত্র জঞ্জাল ফেলে চলেছেন৷
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, যেখানে সেখানে জঞ্জাল ফেলা রুখতে সিসিটিভি নজরদারির ব্যবস্থা যেমন করা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে পারলে ২০০০ টাকা জরিমানাও করা হবে৷
শুধু তাই নয়, যে সব বাড়ির ময়লা রাস্তায় ফেলা হবে, সেই ময়লা তুলে নিয়ে সেই বাড়িতেই ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 12:07 PM IST

