বাংলা বললেই ‘ডিটেনশন ক্যাম্পে’? বাংলাদেশি সন্দেহে আটকে হরিয়ানায়, গুরুগ্রামে বাঙালি শ্রমিকদের সঙ্গে কথা পাঁচ তৃণমূলের সাংসদ

Last Updated:

অন্যদিকে, হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে থাকর সময় তাঁদের উপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন একাধিক শ্রমিক। সে কারণেই এখনও তাঁদের মধ্যে কাজ করছে ভয়। এমনকি আধার কার্ড দেখানোর পরেও তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ।

News18
News18
দক্ষিণবঙ্গ: অভিযোগ উঠছে, একের পর এক হিন্দিভাষী বিজেপি রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হচ্ছে! এর বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে গুরগাঁও গেলেন তৃণমূলের পাঁচ সাংসদ প্রতিনিধি প্রতিমা মণ্ডল, ডাঃ শর্মিলা সরকার, প্রকাশ চিক বরাইক, মমতাবালা ঠাকুর ও বাপি হালদার। তাঁরা কথা বলেন অত্যাচারিতদের সঙ্গে। ইতিমধ্যেই অত্যাচারিত বাংলার শ্রমিকদের নিরাপদে রাজ্যে ফেরানোর জন্য হরিয়ানার পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। এবার সেখানকার প্রশাসনের সঙ্গে সশরীরে কথা বলতে ও বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের কৈফিয়ত চাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গুরগাঁওয়ে গিয়ে কথা বলে এলেন সকলের সঙ্গে।
এর আগেও হরিয়ানায় ৩০ জন আটক হওয়ার পর সমাজমাধ্যমে নিন্দা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গত কয়েক দিন থেকেই সারা দেশে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন মমতা। ২১ জুলাই দলের শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাঙালিদের হেনস্থা করলে চুপ করে বসে থাকবে না তৃণমূল।
advertisement
advertisement
অন্যদিকে, হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে থাকর সময় তাঁদের উপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন একাধিক শ্রমিক। সে কারণেই এখনও তাঁদের মধ্যে কাজ করছে ভয়। এমনকি আধার কার্ড দেখানোর পরেও তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ।
advertisement
যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী এই সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যারা অবৈধ বাংলাদেশী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা হচ্ছে বলে কাউকে অত্যাচার করা হয়নি।
বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের। এর বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই হরিয়ানা থেকে ছাড়া পেয়েছেন বাংলার ৩০ জন পরিযায়ী শ্রমিক। এই শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছিল হরিয়ানা সরকার। পরে পশ্চিমবঙ্গের পুলিশ উপযুক্ত নথি পাঠালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। শুধু হরিয়ানা নয়, অসম, দিল্লি-সহ একাধিক রাজ্যে বাঙালি হেনস্থার খবর পাওয়া গিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলা বললেই ‘ডিটেনশন ক্যাম্পে’? বাংলাদেশি সন্দেহে আটকে হরিয়ানায়, গুরুগ্রামে বাঙালি শ্রমিকদের সঙ্গে কথা পাঁচ তৃণমূলের সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement