Bangali Issue: রাজধানীতেও বাঙালি বিদ্বেষ? কেটে দেওয়া হচ্ছে জলের লাইন..বিদ্যুৎ, সরব তৃণমূল সাংসদ জুন মালিয়া

Last Updated:

প্রসঙ্গত, এখানে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একদিন ধরনা দেন সেখানে। জয় হিন্দ কলোনির অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

News18
News18
নয়াদিল্লি:  এবার দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে থাকা বাংলাভাষীদের সমস্যার কথা তুলে ধরলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। অভিযোগ তুললেন, সেখানে বেছে বেছে বাঙালিদেরই বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়া হয়েছে।
দেশজুড়ে যখন বিজেপি শাসিত রাজে বাংলা বলায বাঙালিদের হেনস্থা করার অভিযোগ সামনে আসছে এবং তার জেরে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিয়ে ময়দানে নামছে তৃণমূল, ঠিক তখনই দিল্লির বসন্ত কুঞ্জের বাঙালি বাসিন্দাদের সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ বসন্ত কুঞ্জ এলাকার বাঙালিদের সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া৷
advertisement
advertisement
advertisement
অভিযোগপত্রে সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, যে ব্যবহার তাঁদের সাথে করা হয়েছে, তা অমানবিক। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়ে সাংসদ লিখেছেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যেন এই নাগরিকদের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি দেখান। সমস্ত স্টেকহোল্ডারদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তার আগে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হোক।
প্রসঙ্গত, এখানে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একদিন ধরনা দেন সেখানে। জয় হিন্দ কলোনির অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bangali Issue: রাজধানীতেও বাঙালি বিদ্বেষ? কেটে দেওয়া হচ্ছে জলের লাইন..বিদ্যুৎ, সরব তৃণমূল সাংসদ জুন মালিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement