Bangali Issue: রাজধানীতেও বাঙালি বিদ্বেষ? কেটে দেওয়া হচ্ছে জলের লাইন..বিদ্যুৎ, সরব তৃণমূল সাংসদ জুন মালিয়া
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
প্রসঙ্গত, এখানে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একদিন ধরনা দেন সেখানে। জয় হিন্দ কলোনির অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
নয়াদিল্লি: এবার দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে থাকা বাংলাভাষীদের সমস্যার কথা তুলে ধরলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। অভিযোগ তুললেন, সেখানে বেছে বেছে বাঙালিদেরই বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়া হয়েছে।
দেশজুড়ে যখন বিজেপি শাসিত রাজে বাংলা বলায বাঙালিদের হেনস্থা করার অভিযোগ সামনে আসছে এবং তার জেরে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিয়ে ময়দানে নামছে তৃণমূল, ঠিক তখনই দিল্লির বসন্ত কুঞ্জের বাঙালি বাসিন্দাদের সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ বসন্ত কুঞ্জ এলাকার বাঙালিদের সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া৷
advertisement
advertisement

advertisement
অভিযোগপত্রে সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, যে ব্যবহার তাঁদের সাথে করা হয়েছে, তা অমানবিক। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়ে সাংসদ লিখেছেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যেন এই নাগরিকদের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি দেখান। সমস্ত স্টেকহোল্ডারদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তার আগে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হোক।
প্রসঙ্গত, এখানে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একদিন ধরনা দেন সেখানে। জয় হিন্দ কলোনির অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 24, 2025 11:21 AM IST