New Government Scheme: প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! এতে কোন সুবিধা পাচ্ছেন আপনি, সেটা কি জানেন?
- Published by:Satabdi Adhikary
- Reported by:Sudipta Sen
Last Updated:
২০২৪ লোকসভা নির্বাচনের সময় শতাংশের বিচরে গ্রাম থেকেই সবচেয়ে বেশি ভোট এসেছিল তৃণমূলের ঝুলিতে। শহরের ভোট তুলনামূলকভাবে কমেছিল। যদিও উপনির্বাচনের সময় তার খুব একটা প্রভাব পড়েনি।
২০২৪ লোকসভা নির্বাচনের সময় শতাংশের বিচরে গ্রাম থেকেই সবচেয়ে বেশি ভোট এসেছিল তৃণমূলের ঝুলিতে। শহরের ভোট তুলনামূলকভাবে কমেছিল। যদিও উপনির্বাচনের সময় তার খুব একটা প্রভাব পড়েনি। এমন পরিস্থিতিতে উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে হাতিয়ার করে শহর-গ্রাম-মফসসল সব জায়গাতেই ভোট যুদ্ধ জেতার জমি তৈরি করতে চাইছে তৃণমূল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১.) গোটা গ্রামের রাস্তা ভাল অথচ একটি পাড়ায় রাস্তার মেরামতি হয়নি। এই বিষয়টা দেখা হবে এই প্রকল্পে। ২.) কোনও এক অঙ্গনওয়াড়ি সেন্টারে মাথার ছাদ নেই। এটাও দেখা হবে নতুন প্রকল্পে৷ ৩.) গ্রামে বিদ্যুৎ পরিষেবা থাকলেও একটি পাড়ার বিদ্যুৎ-এর সমস্যা থেকে গিয়েছে। এইরকমই ছোট ছোট বিষয়, কিন্তু তার ব্যপ্তি অনেক। এই সমস্ত বিষয়গুলোতেই বাড়তি নজর দিতে নতুন প্রকল্পপের কথা ভেবেছে রাজ্য সরকার।
advertisement
