Delhi Bomb Blast: 'আমি মর্মাহত..'! দিল্লি বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, ভয়ঙ্কর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Delhi Blast : দিল্লিতে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি দিল্লি বিস্ফোরণে স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা গাড়ি বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ গোটা রাজধানী জুড়েই ছড়িয়েছে আতঙ্ক৷ সোমবার সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের খবর জানিয়ে একটি ফোন কল পৌঁছয় দমকলবাহিনীর কাছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন৷ খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে৷ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।
দিল্লিতে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি দিল্লি বিস্ফোরণে স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লিখেছেন, ‘নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। এই ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি।’
advertisement
advertisement
Deeply shocked to hear about the tragic blast in New Delhi. My heart goes out to the families who have lost their loved ones and I pray for strength and a swift recovery for all those injured.
— Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2025
advertisement
সূত্রের খবর, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনে বিস্ফোরণের পরে নিকটবর্তী মেট্রো স্টেশন সহ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে৷ যাতে কোনও সন্দেহজনক গতিবিধি নজরে আনা সম্ভব হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দ্বারা সংঘটিত হয়েছে।
আরও পড়ুন- দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৩০ জনেরও বেশি! ধৃত ১ সন্দেহভাজন
একজন সন্দেহভাজন বর্তমানে দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে এবং তার সঙ্গে জম্মু ও কাশ্মীরের সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে তদন্ত করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 9:33 PM IST

