বিফ ফিরল কেরল হাউসে
Last Updated:
বিফ ফিরল কেরল হাউজে। তবে গোমাংস নয়, মোষের মাংস বিক্রি হল ক্যান্টিনে। ৪৫ মিনিটে বিক্রি হয়ে গেল ১০ কেজি মাংস। পুলিশি হানার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ জানান কেরলের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেরল হাউসে গোমাংস বিক্রি হয় না। মোষের মাংস বিক্রি করা বেআইনি নয়। দিল্লির পুলিশ কমিশনার রিপোর্ট দিয়েছেন কেন্দ্রকে। গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী হিন্দুসেনার নেতা বিষ্ণু গুপ্তকে ।
#নয়াদিল্লি: বিফ ফিরল কেরল হাউসে। তবে গোমাংস নয়, মোষের মাংস বিক্রি হল ক্যান্টিনে। ৪৫ মিনিটে বিক্রি হয়ে গেল ১০ কেজি মাংস। পুলিশি হানার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ জানান কেরলের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেরল হাউসে গোমাংস বিক্রি হয় না। মোষের মাংস বিক্রি করা বেআইনি নয়। দিল্লির পুলিশ কমিশনার রিপোর্ট দিয়েছেন কেন্দ্রকে। গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী হিন্দুসেনার নেতা বিষ্ণু গুপ্তকে ।
দিল্লিতে গোমাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ হলেও কেরল হাউসে তা বিক্রি হচ্ছে, এই অভিযোগ পেয়ে সোমবার কেরলের অতিথিশালায় হানা দেয় পুলিশ। সেদিন থেকে মোষের মাংস বিক্রি বন্ধ ছিল। বুধবার সেই ক্যান্টিনে ফিরল বাফ বা মোষের মাংস।
advertisement
প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে হস্তক্ষেপ করে। তার পরই মোষের মাংসের মেনুতে ফেরা। পুলিশ কিছুটা ব্যাকফুটে। পুলিশ কমিশনারের ব্যাখ্যা, সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায়, তাই এই পুলিশি অভিযান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 28, 2015 5:42 PM IST









