BBC documentary on Gujarat violence: মোদি, গুজরাত হিংসা নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো যাবে না জেএনইউ-তে,জারি নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসা নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক অব্যাহত।
নয়াদিল্লি: জেএনইউ বিশ্ববিদ্যালয়ে দেখানো যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসা নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র। আগামী ২৪ জানুয়ারি রাত ৯টায় এই তথ্যচিত্র দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, অবিলম্বে এই অনুষ্ঠান বাতিল করতে হবে। নাহলে আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, ছাত্র সংসদের নামে কয়েকজনের উদ্য়োগে এই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আগে থেকে কোনওভাবে তার কোনও প্রস্তুতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, ভারতে 'ব্লক' করা হল যাবতীয় ট্যুইট, ভিডিও-র লিঙ্ক
advertisement
এ দিকে, বিবিসি-র তথ্যচিত্রের বিরোধিতা করে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন। বিবিসি-র তথ্যচিত্রে গুজরাত হিংসার নেপথ্যে নরেন্দ্র মোদিকে দায়ী করার মধ্যে চক্রান্ত দেখছেন অ্যাসোসিয়েশনের সদস্যেরা। তাঁদের দাবি, পূর্ণাঙ্গ তদন্ত করে এর প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।
advertisement
নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসা নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক অব্যাহত। নরেন্দ্র মোদিকেই দলের আগামীর মুখ হিসেবে নির্বাচিত করার দু' দিনের মধ্যে এই তথ্যচিত্র প্রকাশ্যে আসায় প্রবল অস্বস্তিতে বিজেপি। গত বৃহস্পতিবার বিবিসি-র এই তথ্যচিত্র খারিজ করেছে বিদেশমন্ত্রক। তথ্যচিত্রটিকে অপপ্রচার এবং ঔপনিবেশিক মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
advertisement
আরও পড়ুন: ২০২৩ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা, প্রথম স্থানে কোন দেশ? ভারত কত নম্বরে, জানুন
২০২১-এর তথ্যচিত্র আইন অনুযায়ী ইউটিউব চ্যানেল ব্লক করার নির্দেশ দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র। তথ্যচিত্র নিয়ে করা ৫০টির বেশি টুইটও ব্লক করা হয়েছে। সেই তালিকায় ছিল তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের ট্যুইটও। তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করায় তাঁর ট্যুইট ব্লক করা হয়েছিল।
advertisement
বিবিসি-র তথ্যচিত্রের সমালোচনা করে ইতিমধ্যেই খোলা চিঠি লিখেছেন প্রাক্তন আমলারা। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন হাইকমিশনার বিনা সিক্রি, ভাস্বতী মুখোপাধ্যায়। এ দিকে আসরে নেমেছেন প্রাক্তন কূটনীতিকরাও।
ভাস্বতী মুখোপাধ্যায় বলেছেন, "দুই অংশের এই তথ্যচিত্র প্রমাণ করে দেয়, এটি পক্ষপাতদুষ্ট, এবং ব্রিটিশ সরকার নয় বেসরকারি টাকায় তৈরি করা। এই তথ্যচিত্র নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 23, 2023 11:51 PM IST