BBC Documentary Case: বিবিসি তথ্যচিত্র মামলা, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের!

Last Updated:

BBC Documentary Case:: আগামী তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তথ্যচিত্র তুলে নেওয়ার নির্দেশিকার আসল কপি চেয়ে পাঠিয়েছে প্রধনবিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

নরেন্দ্র মোদি। ফাইল ছবি
নরেন্দ্র মোদি। ফাইল ছবি
নয়াদিল্লি: বিবিসির তথ্যচিত্র সংক্রান্ত মামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট।। আগামী তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তথ্যচিত্র তুলে নেওয়ার নির্দেশিকার আসল কপি চেয়ে পাঠিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সামাজিক মাধ্যম এবং ট্যুইটার থেকে বিবিসির তথ্যচিত্র তুলে নেওয়া হলেও তার কোনও নির্দেশিকা জারি করা হয়নি। জরুরি ক্ষমতা কাজে লাগিয়ে এই তথ্যচিত্র তুলে নেওয়া হয়েছে। তথ্যচিত্র তুলে নেওয়াকে মনগড়া এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন মামলাকারি আইনজীবী এম এল শর্মা।
অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সমাজকর্মী প্রশান্ত ভূষণ এবং সাংবাদিক এন রাম মিলিতভাবে পৃথক একটি মামলা দায়ের করেছেন একই ইস্যুতে। রবিবার দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি-র একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন  "দেশকে টুকরো টুকরো করার বাহানা খোঁজা হচ্ছে। ভারতবাসীর সন্তানদের মধ্যে ফাটল তৈরির চেষ্টা চলছে।" এর পরেই প্রধানমন্ত্রীর দাবি, এত চেষ্টা সত্ত্বেও ভারতবাসীর মধ্যে এভাবে ভেদাভেদ তৈরি করা যাবে না। মোদি বলেন, "একমাত্র ঐক্যের মন্ত্রের বলেই ভারত বলিয়ান হবে।"
advertisement
গত সপ্তাহে রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিবিসির তথ্যচিত্র দেখার 'অপরাধে' ১১ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের দিয়ে সাসপেন্ড হওয়া পড়ুয়াদের ক্যাম্পাসের বাইরে রেখে আসা হয়। নিরাপত্তা কর্মীদের দাবি, সাসপেনশন চলাকালীন বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে পারবেন না পড়ুয়ারা। রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে নিজেদের মোবাইল ফোনে এই তথ্যচিত্র দেখার আহ্বান জানানো হয়। সেদিন রাতেই জোর করে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এভিবিপি পড়ুয়ারা ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। তথ্যচিত্র দেখানোর আয়োজন করা পড়ুয়াদের দাবি, কোনও পর্দার মাধ্যমে তথ্যচিত্র দেখানোর আয়োজন করা হয়নি। সবাইকে নিজেদের মোবাইলে তথ্যচিত্র দেখার আহ্বান করা হয়েছে।
advertisement
advertisement
বিবিসির তথ্যচিত্র নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়, দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের পরে  অশান্তি ছড়ায় বাণিজ্য নগরী মুম্বইয়েও। বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনীর জন্য যথারীতি কোনও অনুমতি দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন, নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। যদিও তাতেও পিছু হঠতে নারাজ ছিলেন পড়ুয়ারা। শেষে নিজেদের ল্যাপটপেই তথ্যচিত্র দেখেন বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রছাত্রীরা। তথ্যচিত্র দেখানোর প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখান এভিবিপি এবং বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। তবে জমায়েত নিষিদ্ধ হওয়ায় সেই সমস্ত বিক্ষোভকারীদেরও সরিয়ে দেওয়া হয়।
advertisement
রাজীব চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দেশ/
BBC Documentary Case: বিবিসি তথ্যচিত্র মামলা, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement