নোটে পেন, পেন্সিলের দাগ থাকলেও নিতে হবে ব্যাঙ্ককে: আরবিআই

Last Updated:

নোট নষ্ট হয়ে গেলেও, সেই নোট ব্যাঙ্ককে জমা নিতে হবে ৷ সম্প্রতি এরকমই এক নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি: নোট নষ্ট হয়ে গেলেও, সেই নোট ব্যাঙ্ককে জমা নিতে হবে ৷ সম্প্রতি এরকমই এক নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, নোটের ওপর কলম দিয়ে লেখা হয়েছে বা কোনও রঙ লেগেছে বা ফিকে হয়ে গিয়েছে, সেগুলি নিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্কগুলি। গুলিকে ‘ময়লা নোট’ হিসেবে বিবেচনা করতে হবে এবং সেগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের ‘ক্লিন নোট পলিসি’ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
কয়েকদিন ধরেই সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে ঘুরে বেড়াচ্ছে একটি খবর ৷ যেখানে বলা হচ্ছে, ময়লা নোট কোনওভাবেই জমা নেওয়া হবে না ব্যাঙ্কে ৷ তবে এই ধরণের খবরকে একেবারেই ভুয়ো বলে জানিয়েছে আরবিআই ৷ আরবিআইয়ের তরফ থেকে সার্কুরাল জারি এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, বাজারে চলতি ৫০০ ও ২০০০ টাকার নোটের ক্ষেত্রেই এই ধরণের ঘটনা ঘটছে ৷ অনেকেই ব্যাঙ্কে নিয়ে আসছে ময়লা নোট ৷ যার মধ্যে পেন, পেন্সিল দিয়ে নানা রকম আঁকিবুকি করা রয়েছে ৷ সঙ্গে জানানো হয়েছে, নোটের ওপর কিছু না লিখতে ৷ জন সাধারণকে সহযোগিতার অনুরোধ জানিয়েছে আরবিআই ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নোটে পেন, পেন্সিলের দাগ থাকলেও নিতে হবে ব্যাঙ্ককে: আরবিআই
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement