আইনি লড়াইয়ে স্বস্তি বাঙালিদের! এখনই হঠাতে পারবে না দিল্লির বসন্তকুঞ্জ থেকে...তৃণমূল লিখল, ‘বড় জয়!’

Last Updated:

অভিযোগ, বেআইনিভাবে ওই এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা।

News18
News18
নয়াদিল্লি: অবশেষে মিলল খানিক স্বস্তি৷ নয়াদিল্লির বসন্তকুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানের উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে আদালতের এই নির্দেশকে বড় জয় হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
এদিন আদালতের নির্দেশের পরে তৃণমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘‘দিল্লির জয় হিন্দ কলোনি থেকে বাঙালিদের উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করেছে পাটিয়ালা হাউজ কোর্ট৷ আমাদের ন্যায়ের লড়াইয়ের পথে এটা একটা বড় জয়৷’’ বাংলাভাষীদের এই ভাবে টার্গেট করে হেনস্থার করার বিরুদ্ধে এটা অত্যন্ত কড়া মনোভাবের পরিচয়
advertisement
advertisement
দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি আসলে এক টুকরো বাঙালি পাড়া৷ সেখানেই উচ্ছেদের মুখে পড়েছেন বাঙালিরাবসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। ২০২৪ সালে ওই এলাকা থেকে বাসিন্দাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লির এক আদালত।
advertisement
অভিযোগ, বেআইনিভাবে ওই এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সোশাল মিডিয়া হ্যান্ডেলে সে খবর পোস্ট করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
ক’দিন আগে দিল্লিতে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি তৃণমূলের এক প্রতিনিধি দলও সেখানে পাঠিয়েছিলেন তিনি৷ সেখানে অবস্থানও করেন তাঁরা৷ বৃহস্পতিবার এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইনি লড়াইয়ে স্বস্তি বাঙালিদের! এখনই হঠাতে পারবে না দিল্লির বসন্তকুঞ্জ থেকে...তৃণমূল লিখল, ‘বড় জয়!’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement