ভারতে এসে দারুন চমক হাসিনার, পা মেলালেন রাজস্থানী লোকনৃত্যে! দেখুন...
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina Dance : ঢোলের তালে নাচতে থাকা শিল্পীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের প্রধাণমন্ত্রী
#জয়পুর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জয়পুর বিমানবন্দরে পৌঁছন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে রাজস্থানী শিল্পীরা রঙিন এক উৎসবের আয়োজন করেছিলেন। জয়পুর বিমানবন্দরে বৈচিত্র্যের অনেক রঙ প্রদর্শিত হল এদিন।
সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও পোস্ট করেছেন। সেইখানে হাসিনাকে বিমান বন্দরে কর্মকর্তাদের অভ্যর্থনা জানাতে দেখা যায়। তারপর ঢোলের তালে নাচতে থাকা শিল্পীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের প্রধাণমন্ত্রী। তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে শিল্পীদের সঙ্গে একটি ছবির জন্য পোজও দিয়েছেন।
#WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina grooved with the local artists who had gathered there to welcome her. pic.twitter.com/Mk8qf5xDEG
— ANI (@ANI) September 8, 2022
advertisement
advertisement
সড়কপথে আজমীর যাওয়ার আগে প্রতিনিধিদল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষা করেন।
হাসিনার দরগাহ সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাঙ্গনে কোনও অতিরিক্ত দর্শককে অনুমতি দেওয়া হয়নি। একটি দেশের রাষ্ট্রপ্রধানের আগমনের সময় ব্যবহৃত সুরক্ষার সঙ্গে সঙ্গতি রেখে মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল স্থানীয়দের জন্য। দরগায় তাঁকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
advertisement
মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে একটি বিস্তৃত আলোচনা করেছেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখার জন্য একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA)নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন।
শেখ হাসিনার সফরকালে উভয় দেশ সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এইসব চুক্তি স্বাক্ষরিত হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 8:53 PM IST