Narendra Modi - Muhammad Yunus: প্রধানমন্ত্রী মোদিকে ফোন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের, কী বিষয়ে কথা হল?

Last Updated:

Muhammad Yunus and Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মুদ ইউনুস।

মোদিকে ফোন ইউনুসের।
মোদিকে ফোন ইউনুসের।
নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মুদ ইউনুস। বাংলাদেশের দায়িত্বে নেওয়ার পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউনুস। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই প্রথম এই পর্যায়ের কথা হল দুই দেশের।
ইউনুসের তরফে ফোন করার কথা এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি ইউনুসের কাছে গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রার্থনা করেছেন। সেই সঙ্গে ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে লালকেল্লা থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি, তার পরেই শুক্রবার এল ফোন।
advertisement
advertisement
এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হল। বর্তমান পরিস্থিতি মোকাবিলার বিষয়ে কথা হল ওনার সঙ্গে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত। তিনি বাংলাদেশের হিন্দু এবং সকল সংখ্যালঘুদের আশ্বস্ত করার বিষয়ে আশ্বস্ত করেছেন”।
advertisement
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পরে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা এবং তাঁর বোন। বাংলাদেশের পরিস্থিতি তার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসার অভিযোগ ওঠে দুস্কৃতীদের বিরুদ্ধে। আগেই ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। সেই পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্তরে উদ্বেগ প্রকাশ করা হয়। এবার এই বিষয় নিয়ে প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী মোদির।
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi - Muhammad Yunus: প্রধানমন্ত্রী মোদিকে ফোন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের, কী বিষয়ে কথা হল?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement