Bangla News: নদী থেকে ওটা কী উঠে এল! সোজা ঢুকে পড়ল গ্রামে, প্রতি বাড়ির দরজায় পড়ল তালা! ভয়ঙ্কর

Last Updated:

Bangla News: নদী থেকে উঠে সোজা গ্রামে ঢুকে গেল কুমির! সতর্ক করল বন দফতর।

কী মারাত্মক ঘটনা!
কী মারাত্মক ঘটনা!
ভোপাল: নদী থেকে উঠে এসে গ্রামে ঢুকে পড়ল কুমির। আর তারপরই হইহই পড়ে গেল গোটা এলাকায়। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার ঘটনা। জানা গিয়েছে, নদী থেকে বেরিয়ে পাশের গ্রামে ঢুকে পড়ে একটি কুমির। গ্রামবাসীরা হঠাৎই কুমিরটিকে দেখতে পান। আর তার পরই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বন দফতরে। গ্রামে কুমির ঢোকার খবর পেয়ে বন দফতরের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছয়।
অনেক চেষ্টার পর কুমিরটিকে উদ্ধারের কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে বাগে আনতে পারে বন বিভাগের কর্মীরা। পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমিরটিকে, ছেড়ে দেওয়া হয় মোহিনী বাঁধের জলে।
এলাকার বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, শিবপুরী জেলার নারওয়ার থেকে তিন কিলোমিটার দূরে মোহনী বাঁধ। সেখানেই কুমির থাকে। বাসিন্দাদের দাবি, মোহিনী বাঁধ থেকেই বেরিয়ে আসে কুমিরটি। তারপর পাশের সুদা গ্রামে ঢুকে পড়ে। প্রায় চার ফুট লম্বা কুমিরটি ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল। গ্রামে কুমির ঢুকেছে, খবর পেয়েই এলাকার বাসিন্দারা হইচই শুরু করে দেন। তৈরি হয় আতঙ্কের পরিবেশ।
advertisement
advertisement
পরে তাঁরাই বিষয়টি বন দফতরকে জানান। এরপর ডেপুটি রেঞ্জার সতীশ মৌর্য, ফরেস্ট গার্ড সুনীল কুশওয়াহা, ফরেস্ট গার্ড কপিল শর্মা, ফরেস্ট গার্ড মিঠুন-সহ বন দফতরের আধিকারিক দল গ্রামে পৌঁছে কুমিরটিকে খুঁজতে করতে শুরু করে। কয়েক ঘণ্টা কসরত করার পর বাগে আসে কুমির। তাকে পাকড়াও করে বন দফতর নিরাপদে মোহিনী বাঁধে ছেড়ে দিয়েছে।
advertisement
বন দফতরের কর্তারা জানিয়েছেন, গ্রাম বা জনবহুল এলাকায় কোনও বন্য প্রাণী ঢুকলে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া দরকার। কোনও ভাবেই ওই প্রাণীকে তাড়া করা যাবে না বা উত্যক্ত করা যাবে না। তাতে হিতে বিপরীত হতে পারে।
advertisement
একমাত্র বন বিভাগের কর্মীরাই বন্যপ্রাণী উদ্ধারের চেষ্টা করতে পারে। যদি কোনও গ্রামবাসী প্রশিক্ষণ ছাড়া বন্য প্রাণী ধরার চেষ্টা করেন, তবে প্রাণীটির ক্ষতি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangla News: নদী থেকে ওটা কী উঠে এল! সোজা ঢুকে পড়ল গ্রামে, প্রতি বাড়ির দরজায় পড়ল তালা! ভয়ঙ্কর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement